লোকালয় ২৪

মেসেঞ্জারে পাঠানো মেসেজ ১০ মিনিটের ভেতর ডিলেট করা যাবে

মেসেঞ্জারে পাঠানো মেসেজ ১০ মিনিটের ভেতর ডিলেট করা যাবে

তথ্য প্রযুক্তি ডেস্কঃ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মেসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে অনেক সময়ই গ্রাহক ভুলে কাউকে বিব্রতকর মেসেজ পাঠিয়ে ফেলেন। তবে এতদিন এই সমস্যার কোনো সমাধান ছিল না।

এবার মেসেঞ্জারে পাঠানো মেসেজ মুছে ফেলার সুযোগ দিতে নতুন ফিচার চালু করতে যাচ্ছে ফেসবুক। নতুন ফিচারের মাধ্যমে কাউকে ভুল মেসেজ পাঠানোর ১০ মিনিটের মধ্যে তা মুছে ফেলা যাবে।

এতদিন ফেসবুক মেসেঞ্জারে পাঠানো মেসেজ প্রেরক নিজের ইনবক্স মুছে ফেলতে পারতেন। তবে মেসেজ যাকে পাঠিয়েছেন তার ইনবক্সে এই মেসেজ রয়ে যেত।

অ্যাপ স্টোরে মেসেঞ্জারের ১৯১.০ সংস্করণের রিলিজ নোটে নতুন এই ফিচারটি ‘শিগগির আসছে’ বলে তালিকাবদ্ধ করা হয়েছে।

চলতি বছরের এপ্রিল মাসে ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের পাঠানো মেসেজ গোপনে মুছে ফেলার বিষয়টি নিয়ে তুমুল সমালোচনা হয়। পরবর্তী সময়ে বিষয়টি স্বীকার করে সবার জন্য এমন এক ফিচার আনার পরিকল্পনা করে ফেসবুক।