মৃত্যুদণ্ডের বিধান বাদ দিচ্ছে মালয়েশিয়া

মৃত্যুদণ্ডের বিধান বাদ দিচ্ছে মালয়েশিয়া

মৃত্যুদণ্ডের বিধান বাদ দিচ্ছে মালয়েশিয়া
মৃত্যুদণ্ডের বিধান বাদ দিচ্ছে মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান বাদ দিতে যাচ্ছে মালয়েশিয়া। দেশটির মন্ত্রিসভা এ বিষয়ে একমত হয়েছে বলে বৃহস্পতিবার এক জ্যেষ্ঠ মন্ত্রী বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন।

মালয়েশিয়ার ফৌজদারি আইনে হত্যা, অপহরণ, অবৈধ অস্ত্র রাখা ও মাদক পাচারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। ঔপনিবেশিক আমলে প্রণীত আইনটি সংশোধনের জন্য মানবাধিকার সংগঠনগুলো বরাবর দাবি জানিয়ে আসছিল।

দেশটির যোগাযোগ ও মাল্টিমিডিয়া মন্ত্রী গোবিন্দ সিং দিও মন্ত্রিসভার সিদ্ধান্ত নিশ্চিত করে বলেছেন, ‘আশা করছি আইনটি শিগগিরই সংশোধন হবে ‘

অধিকার সংগঠনগুলো সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

ল’ইয়ার্স ফর লিবার্টি নামে আইনজীবীদের একটি সংগঠনের উপদেষ্টা এন ‍সুরেন্দ্রান বলেছেন, ‘মৃত্যুদণ্ডের শাস্তি বর্বরোচিত ও অকল্পনীয়ভাবে নির্মম।’

তিনি জানান, মৃত্যুদণ্ডের বিধান অপসারণের পর বিদেশে যেসব মালয়েশীয় অপরাধের জন্য মৃত্যুদণ্ডের শাস্তি পেয়েছে তাদের পক্ষে লড়ার নৈতিক কর্তৃত্ব পাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com