লোকালয় ২৪

মুসলিমদের ওপর নিপীড়ন: চীনের অদ্ভুত সাফাই

আন্তর্জাতিক ডেস্ক: চীনের কমিউনিস্ট পার্টি নিয়ন্ত্রিত একটি দৈনিক দেশটির উইঘুর মুসলিমদের ওপর সরকারি চাপ ও নজরদারির বিষয়টিকে সমর্থন করে বলেছে, জিনজিয়াং এলাকা যাতে ‘চীনের সিরিয়া’ অথবা ‘চীনের লিবিয়া’ না হয়ে উঠে তার জন্য সরকার চেষ্টা চালাচ্ছে।

চীনে উইঘুর মুসলিমদের ওপর সরকারি নিপীড়ন এবং চাপের বিষয়ে জাতিসংঘের উদ্বেগ প্রকাশের পর সোমবার গ্লোবাল টাইমসের সম্পাদকীয়তে সাফাইমূলক একটি লেখা প্রকাশ করা হয়।

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, ওই এলাকার সংখ্যালঘু মুসলিমদের ওপর নিপীড়ন চলছে। এদের অনেককে বৃহদায়তনের কারা ক্যাম্পে রেখে নির্যাতন করা হচ্ছে। এসব ক্যাম্পে চলমান কার্যক্রম নিয়ে কর্তৃপক্ষ খুবই কৌশলী অবস্থানে রয়েছে এবং গোপনীয়তা বজায় রাখছে।

কারা ক্যাম্পগুলোতে কারাবন্দী উইঘুর ও কাজাক মুসলিমদের ইসলাম ধর্ম ছেড়ে কমিউনিস্ট পার্টির দীক্ষা গ্রহণের জন্য বল প্রয়োগেরও অভিযোগ উঠেছে।

তবে গ্লোবাল টাইমসের সম্পাদকীয়তে কারা ক্যাম্প ও সেখানে পরিচালিত নির্যাতন নিয়ে কোনো কথা বলা হয়নি।

বরং সম্পাদকীয়তে উল্লেখ করা হয়েছে, ‘শান্তি ও সমৃদ্ধির পরিবেশ আনতে জিনজিয়াং বিনির্মাণকাল সময় অতিক্রম করছে’।