মুজিববর্ষের উদ্বোধনীতে ‘শতাব্দীর মহানায়ক’

মুজিববর্ষের উদ্বোধনীতে ‘শতাব্দীর মহানায়ক’

lokaloy24.com

স্বাধীন বাংলাদেশের অন্যতম কারিগর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে থিয়েট্রিকাল কোরিওগ্রাফি পরিবেশন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ৪৫ মিনিট ব্যাপ্তির এই থিয়েট্রিকাল কোরিওগ্রাফি পরিবেশিত হবে ‘শতাব্দীর মহানায়ক’ শিরোনামে।

এতে খোকা থেকে বঙ্গবন্ধু, নেতা থেকে জাতির পিতা, কর্মী থেকে রাজনীতির কবি, জননেতা থেকে বিশ্বনেতা, শৈশব কৈশোর যৌবনের সংগ্রামী ও প্রতিবাদী মুজিব, তেইশ বছরের করুণ ইতিহাস, ৩০৫৩ দিনের কারাবাস এবং স্বাধীনতার স্বপ্ন, দেশ গড়ার সংগ্রামে বঙ্গবন্ধুর চেতনাদীপ্ত সুর, বাণী ও ছন্দের নিখুত গাঁথুনিতে বঙ্গবন্ধুর স্বপ্ন, সংগ্রাম ও আদর্শকে ফুটিয়ে তোলা হবে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর গবেষণা, গ্রন্থনা ও নিদের্শনায় এই আয়োজনে অংশ নেবেন এক হাজার শিল্পী ও কলাকুশলী।

এই শিল্পী-কলাকুশলীরা থিয়েট্রিক্যাল কোরিওগ্রাফিটি নির্মাণের জন্য দুইমাস মহড়া করছে। এর উপদেষ্টা হিসেবে রয়েছেন অধ্যাপক ড. রফিকুল ইসলাম, আসাদুজ্জামান নূর এবং ড. কামাল আবদুল নাসের চৌধুরী।

‘শতাব্দীর মহানায়ক’ ছাড়াও সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে আরো থাকছে শত শিল্পীর যন্ত্রসংগীত পরিবেশনা, শত শিশুর কণ্ঠে জাতীয় সঙ্গীত, শিশুসঙ্গীত, শত শিল্পীর কন্ঠে জন্মশতবর্ষের থিম সংসহ বর্ণাঢ্য সব আয়োজন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com