সংবাদ শিরোনাম :
মিয়ানমারের রাখাইনে বিদ্রোহীদের হামলায় ১৩ পুলিশ নিহত

মিয়ানমারের রাখাইনে বিদ্রোহীদের হামলায় ১৩ পুলিশ নিহত

মিয়ানমারের রাখাইনে বিদ্রোহীদের হামলায় ১৩ পুলিশ নিহত
মিয়ানমারের রাখাইনে বিদ্রোহীদের হামলায় ১৩ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক- মিয়ানমারের রাখাইনে রাজ্যে সশস্ত্র জাতিগত বিদ্রোহীদের হামলায় দেশটির ১৩ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

শুক্রবার মিয়ানমারের ৭১তম স্বাধীনতা দিবসে বুথিডং এলাকায় এই হামলা হয় বলে মিয়ানমারের সেনাবাহিনী জানিয়েছে। হামলার ঘটনা স্বীকার করেছে আরাকান আর্মি (এএ)।

গত কয়েক মাস ধরে রাখাইনে বিচ্ছিন্নতাবাদীরা হামলা চালাচ্ছে। তবে শুক্রবারের হামলা বড় আকারের। এর আগে ডিসেম্বরের শেষ দিকে আইনশৃঙ্খলা বাহিনীর তুমুল সংঘর্ষ হয় আরাকান আর্মির।

আরাকান আর্মির মুখপাত্র খাইন থু খা রয়টার্সকে বলেছেন, তাদের সদস্যরা চারটি পুলিশ পোস্টে আক্রমণ করেছে এবং পরে সাত ‘শত্রুর’ মরদেহ উদ্ধার করা হয়েছে।

এছাড়া নিরাপত্তা বাহিনীর ১২ সদস্যকে আটক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন অনুযায়ী ব্যবস্থা নেব। আমরা তাদের ক্ষতি করব না।’

তিনি আরো বলেন, ‘সাম্প্রতিক সপ্তাহগুলোতে তাদের সদস্যদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর আগ্রাসনের জবাবে এই হামলা চালানো হয়েছে।’

মিয়ানমার সেনাবাহিনীর মুখপাত্র জ মিন তুন রয়টার্সকে বলেন, মংডু ও বুথিডং শহরের উত্তরাংশে (বাংলাদেশ সীমান্তের কাছে) পুলিশ পোস্টগুলোতে শুক্রবারের এই হামলার ঘটনায় পাল্টা ব্যবস্থা নিচ্ছে নিরাপত্তা বাহিনী। সেনাবাহিনী ওই এলাকায় অভিযান চালিয়ে যাবে।’

তবে হামলায় কতজন নিহত হয়েছেন এবং সশস্ত্র গোষ্ঠীটি কতজনকে ধরে নিয়ে গেছে সে বিষয়ে কিছু বলতে রাজি হননি তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com