লোকালয় ২৪

মিরপুর পাইলট স্কুল এন্ড কলেজের বিশ্ব স্কাউট দিবস পালন

lokaloy24.com

হবিগঞ্জ জেলার বাহুবলে স্কাউটের জনক রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েলের ১৬১তম জন্মবার্ষিকী ও বিশ্ব স্কাউট দিবস পালন করা হয়েছে। ব্যাডেন পাওয়েলের নামে দিবসটি বিপি দিবস নামেও পরিচিত।

দিবসটি উপলক্ষে উপজেলার ঐতিহ্যবাহি বিদ্যাপিট মিরপুর পাইলট স্কুল এন্ড কলেজ স্কাউটের আয়োজনে শনিবার এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়।

আনন্দ শোভাযাত্রায় নেতৃত্ব দেন বিদ্যালয়ের রেক্টর অধ্যাপক ছাদিকুর রহমান।

উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ আজহারুল ইসলাম মোয়াজ, ডিরেক্টর শাহিন মিয়া প্রমূখ।

উল্লেখ্য, ব্রিটিশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল লর্ড ব্যাডেন পাওয়েল ১৮৫৭ সালের ২২ ফেব্রুয়ারি লন্ডনে জন্মগ্রহণ করেন। ১৯০৭ সালে তিনি স্কাউট আন্দোলন শুরু করেন।