মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : মা-বাবার মৃত্যুর পর ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈলে একই পরিবারের ৪ ভাই মানসিক রোগে আক্রান্ত হয়েছে। এ ঘটনা এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। আর অর্থের অভাবে তাদের চিকিৎসাও করাতে পারছে না পরিবার। ১ আগস্ট
বুধবার সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার শিয়াল ডাঙ্গী গ্রামে মৃত মফিজুল ইসলামের ৫ পুত্র সন্তানের মধ্যে ৪ জন মানসিক (পাগল) রোগে আক্রান্ত হয়ে বাড়িতে আছেন।
ছোট সন্তান সফিকুল ইসলাম জানান, বাবার মৃত্যুর পর মা ছিল তাদের একমাত্র অভিভাবক। সন্তানের দুশ্চিন্তায় ২০১৩ সালে মা’ও মারা যান। ভাইদের মধ্যে ১২ বছর আগে একেএকে কামাল উদ্দীন, হাবিবুর, জামাল উদ্দীন ও বেলাল মানসিক রোগে আক্রান্ত হয়।
তিনি আরো জানান, তারা বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রলাপ বকছে। কখনো বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে, খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই। তবে বেশির ভাগ সময় তারা বারান্দায় দাঁড়িয়ে থাকছে বলে জানান সফিকুল।
তিনি বলেন, ‘এ সংসারের আমি সবচেয়ে ছোট। তারপরও মানসিক ভারসাম্যহীন রোগী ভাইদের নিয়ে হিমশিম খেতে হচ্ছে আমাকে। তাদের জন্য রান্নাবান্না করা। আবার সংসারের আয় রোজগার করা আমার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এছাড়া আমাদের বাড়িতে প্রতিবেশি লোকজন তেমন যাতায়াতও করে না। টাকার অভাবে তাদের ভালো ডাক্তারও দেখিয়ে চিকিৎসা করাতে পারছি না।’
এ প্রসঙ্গে সমাজসেবা কর্মকতা রফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি শুনে ঘটনা স্থলে গিয়েছিলাম। তাদের চিকিৎসা বিষয়ে খোঁজ খবর নেওয়া হবে।’
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম বলেন, ‘একই পরিবারে যেহেতু ৪ জন মানসিক রোগী। এটি পারিবারিক ভাবে কোন আঘাতের কারণে হতে পারে, কিংবা বংশগত কারণেও হতে পারে।’
এ ব্যাপারে উপজেলা নির্বাহি কর্মকর্তা মৌসুমী আফরিদার সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। তবে জেলা প্রশাসক আখতারুজামান বলেন, ‘বিষয়টি সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে সঠিক ঠিকানা নিয়ে তাদের চিকিৎসার ব্যাবস্থা নেওয়া হবে।’