লোকালয় ২৪

মালয়েশিয়া এসে গেছি বলে নামানো হলো শাহপরীর দ্বীপে!

মালয়েশিয়া এসে গেছি বলে নামানো হলো শাহপরীর দ্বীপে!

লোকালয় ডেস্কঃ মালয়েশিয়া যেতে চেয়েছিলো ১৪ রোহিঙ্গা। তাই দালালও ধরেছিলো তারা। একসময় সবকিছু ঠিকঠাক, রওনাও দেয় একটা সময়। তবে মালয়েশিয়া এসে গেছে বলে শাহপরীর দ্বীপে নিয়ে ওই রোহিঙ্গাদের নামিয়ে দেয় প্রতারকরা। পরে সেখানে বিজিবির হাতে ধরা পড়ে রোহিঙ্গারা। আটকের পর রোহিঙ্গারা এসব কথা জানায়।

গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে শাহপরীর দ্বীপ বিওপির সুবেদার মো. নজরুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল শাহপরীর দ্বীপের ঘোলারচর দক্ষিণপাড়া সাগরতীর থেকে মালয়েশিয়াগামী ওই ১৪ রোহিঙ্গাকে উদ্ধার করে। তাদের মধ্যে ৯ পুরুষ ও ৫ নারী।

বিজিবি জানায়, প্রতারিত এসব রোহিঙ্গা নারী-পুরুষ উখিয়ার থাইংখালী, বালুখালী, কুতুপালং, নয়াপাড়া, জামতলী ও কুতুপালং মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করত এবং তাদের নিবন্ধন কার্ড রয়েছে।

আটক রোহিঙ্গারা হলেন জামতলী রোহিঙ্গা ক্যাম্পের মো. ইয়াছিন (২২), বালুখালীর মো. ইসলাম (২৬), মোছা. নুর বাহার (১৮), থাইনখালীর মো. খায়রুল আমীন (১৮), মোছা. আনোয়ারা বেগম (১৮), মো. রহিমুল্লাহ (১৬), মো. জাকের আহাম্মেদ (১৯), কুতুপালং ক্যাম্পের মো. ছাইদুল আমীন (১৯), মো. সুলতান (৪৫), মো. ফরিদুল আলম (১৮), টেকনাফ নয়াপাড়ার মো. হোসেন (১৭), বালুখালীর মোছা. বিবি খতিজা (১৮), মধুরছড়া মোছা. খোরশিদা (১৬) এবং মোছা. রফিজা (১৮)।

টেকনাফে অবস্থিত বিজিবি-২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আছাদুদ জামান চৌধুরী জানান, জিজ্ঞাসাবাদে আটক রোহিঙ্গারা জানান, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ডি/৫ ব্লকের মো. আইয়ুব আলী নামে এক দালাল (মোবাইল নম্বর-০১৮৫০-৪৮৮১৭৬) জনপ্রতি ১০ হাজার টাকার বিনিময়ে তাদের মালয়েশিয়া নিয়ে যাচ্ছিল।

গত ২ নভেম্বর টেকনাফের কচুবনিয়া এলাকা দিয়ে তাদের নৌকায় তুলে রওয়ানা দেয় গভীর সাগরে। এরপর তিন দিন তিন রাত সাগরে ভেসে সোমবার দিবাগত শেষ রাতে শাহপুরির দ্বীপ ঘোলার চর এলাকায় পাচারকারীরা নৌকাটি ভিড়ায় এবং মালয়েশিয়া এসে গেছে তাদের নৌকা বলে নামিয়ে দেয়।

পরে বিজিবির হাতে পড়ার পর তারা বুঝতে পারেন, তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। উদ্ধার ১৪ রোহিঙ্গা নারী-পুরুষকে মঙ্গলবার দুপুরে নিজ নিজ ক্যাম্পে পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানান তিনি।