লোকালয় ২৪

মালিতে গুলিতে নিহত ১৩৪ জন মুসলিম আদিবাসী

মালিতে গুলিতে নিহত ১৩৪ জন মুসলিম আদিবাসী

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ মালির মপটি অঞ্চলের দুই গ্রামে শনিবার গুলিবর্ষণ করে অন্তত ১৩৪ মুসলিম আদিবাসীকে হত্যা করেছে বন্দুকধারীরা। হামলাকারীদের মূল টার্গেট ছিল ইসলাম ধর্মাবলম্বী ক্ষুদ্র আদিবাসী ফুলানি সম্প্রদায়ের মানুষ।

এ সম্প্রদায়ের সদস্যদের অভিযোগ, মালির সেনাবাহিনী হামলাকারীদের অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালাতে সহায়তা করেছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ব্যাংকাস শহরের মেয়র মৌলাই গুইন্ডো বলেন, ঐতিহ্যবাহী ডগন শিকারিদের পোশাক পরে ভোরে বন্দুকধারীরা হামলা চালায়। নিহতদের মধ্যে গর্ভবতী নারী, শিশু ও বৃদ্ধ রয়েছেন। বন্দুকধারীদের প্রধান লক্ষ্য ছিল ফুলানি সম্প্রদায়ের মানুষ। এই সম্প্রদায়ের মানুষের জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম পশু পালন।

মালিতে এমন সময়ে ফুলানি সম্প্রদায়ের মানুষের উপর এই হামলার ঘটনা ঘটলো যখন ক্রমবর্ধমান জাতিগত বিদ্বেষের সমাধানে দেশটিতে অবস্থান করছিলেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কর্মকর্তারা।

মালিতে জাতিসংঘের বিশেষ দূত এক বিবৃতিতে জানান, সেখানে জাতিগত সম্প্রদায় এবং জিহাদি গোষ্ঠীগুলোর মধ্যে সহিংসতা ক্রমেই বেড়ে গেছে।