লোকালয় ২৪

মার্কিন সিনেটে ভোট স্থগিত

যুক্তরাষ্ট্রে সরকার সচল করতে একটি সমঝোতায় পৌঁছানো ছাড়াই সিনেট মূলতবি করা হয়েছে। কারণ রিপাবলিকান নেতৃত্ব সোমবার দুপুর পর্যন্ত ভোট গ্রহণ স্থগিত করেছে। খবর এএফপির।

খবরে বলা হয়, সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাকনেল রোববার স্থানীয় সময় রাত ১০টার দিকে ভোটের উদ্যোগ গ্রহণ করেন। কিন্তু ডেমোক্রেট দলের সিনেট সদস্য চুক সিউমারের বিরোধিতায় তা বাতিল হয়ে যায়।

সিনেটর চুক বলেন, ‘আমরা এখনো উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য কোনো সমাধানে আসতে পারি নাই’।

সোমবার দুপুর পর্যন্ত ভোট স্থগিতের অর্থ হলো আগামী সপ্তাহে মার্কিন ফেডারেল সরকারের অনেক কাজই বন্ধ থাকবে।