লোকালয় ২৪

মার্কিন নেতাদের সমালোচনায় ইরানের সর্বোচ্চ নেতা

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন নেতাদের ‘বেহায়া ও নির্লজ্জ’ বলে আখ্যায়িত করলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। বুধবার দেশটির প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। এ সময় মার্কিন নেতা বা কর্মকর্তাদের সঙ্গে ইরানের কোনো ধরণের আলোচনা হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন সর্বোচ্চ নেতা।

ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সব সরকারই ইরানের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছে। কিন্তু তারপরেও সেদেশের নেতারা প্রকাশ্যে ইরানিবিরোধী বক্তব্য দিয়ে আসছেন। এর মাধ্যমে মার্কিনীরা সবাইকে দেখাতে চায় যে, ইরানকেও তারা আলোচনায় বসাতে সক্ষম। তাই তাদের সঙ্গে কোনো পর্যায়ের আলোচনা করা হবে না।’

তবে পরমাণু সমঝোতা ইস্যুতে ইউরোপের সঙ্গে আলোচনা হতে পারে জানিয়ে তিনি আরও বলেন, ‘ইউরোপীয়দের সঙ্গে সম্পর্ক রাখায় কোনো সমস্যা নেই। তবে তাদের কাছ থেকে বেশি কিছু আশা করা যায় না। তাই তাদের দেয়া প্রতিশ্রুতির ক্ষেত্রে সতর্কতার সঙ্গে এগোতে হবে।’

পরমাণু সমঝোতায় ইরানের জাতীয় স্বার্থ রক্ষা না হলে তা না মানার কথা জানান আয়াতুল্লাহ খামেনি। এ ক্ষেত্রে ইরানি নেতাদের কথা ও কাজ ভালোভাবে উপলব্ধি করতে ইউরোপীয়দের সবকও দেন তিনি।