লোকালয় ২৪

মান্দায় বিপাকে কৃষক

নওগাঁর মান্দায় বীজতলা নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। ঠান্ডায় বোরোর অনেক বীজতলা ইতোমধ্যে হলুদ হয়ে গেছে। অনেক চাষি সাদা পলিথিন দিয়ে ঢেকে কুয়াশা থেকে বীজতলা রক্ষার চেষ্টা করছেন।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র। রাতের কুয়াশার পর দিনে সূর্য তাপ ছড়ানোয় বীজতলার তেমন ক্ষতি হবে না বলে জানান মান্দা উপজেলা কৃষি অফিসে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ।

উপজেলা সদরের গণেশপুর ইউনিয়নের নীলকুঠি মীরপুর গ্রামের কৃষকরা জানান, তারা বীজতলা তৈরি করেছেন ১৫ দিন আগে। কয়েকদিনের ঘন কুয়াশায় বীজতলা হলুদ বর্ণ ধারণ করেছে। এভাবে কিছু দিন চললে পুরো বিজতলাই নষ্ট হয়ে যাবে।

তারা আরো জানায়, শৈত্যপ্রবাহের আগে বীজতলায় বীজ ছিটিয়েছি। চারা গজিয়ে উঠার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশার কবলে পড়ে। পলিথিন দিয়ে ঢেকে বীজতলা রক্ষার চেষ্টা চালাচ্ছি।

অতিরিক্ত কৃষি অফিসার শায়লা শারমিন বলেন, গত ‘টানা এক সপ্তাহের বেশি শৈত্যপ্রবাহ হলে বীজতলার ক্ষতি হয়। কিন্তু এবারের শৈত্যপ্রবাহের স্থায়িত্ব কম হওয়ায় তেমন ক্ষতি হয়নি। বর্তমানে রাতে কুয়াশা থাকলেও দিনে সূর্য তাপ ছড়াচ্ছে। কোনো কোন বীজতলা হলুদ হলেও তা সেরে উঠবে।’ এতে প্রান্তিক পর্যায়ের কৃষকদের টেনশনের কিছু নেই।