স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের মাধবপুরে ৬ দিন ধরে ফাহিম আহমেদ (১৪) নামে এক কিশোরের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। সে উপজেলার চৌমুহনী ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে ও সাহেবনগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। জানা যায় গত ২২ নভেম্বর একই উপজেলার কালিকপুর গ্রামে তার নানা বাড়িতে বেড়াতে যায় ফাহিম। পরদিন ২৩ নভেম্বর দুপুর ০১ টার পর থেকে তাকে খোঁজে পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে ফাহিমের পিতা মোঃ ফারুক মিয়া গত ২৫ নভেম্বর মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। গত ৬ দিন যাবৎ ছেলেকে খোঁজে না পেয়ে দিশেহারা হয়ে আছে তার পরিবারের লোকজন। ফাহিমের পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনই ছেলের সন্ধানে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হচ্ছে। চরম দুঃশ্চিন্তার মধ্যে দিন পার করছে ফাহিমের স্বজনরা । মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তাকে উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।
Leave a Reply