স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের মাধবপুরের রামনগর এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক কারবারীকে আটক করেছে। উপজেলার চৌমুহনী ইউনিয়নের রামনগর গ্রামের মৃত শামছুউদ্দিনের ছেলে জহিরুল ইসলাম (২৪) কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার হয়। বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সামীউন্নবী চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩১অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭ টায় জানতে পারেন উপজেলার সীমান্তবর্তী রামনগর গ্রামে গাঁজা নিয়ে এক লোক অবস্থান করছে। খবর পেয়ে মনতলা বিওপির নায়েক দ্বিপায়ন চাকমার নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করেন গাঁজাসহ উল্লেখিত ব্যক্তিকে আটক করেন।