ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে: রাজশাহী কিংসের খেলোয়াড়দের জার্সিতে চোখ পড়তেই চমকে যেতে পারেন! জার্সির নামগুলো পড়লে বিভ্রান্তও ছড়াতে পারে!
মনে হতে পারে ‘মিনারা’, ‘মাহমুদা’, ‘তাহমিনা’ কিংবা ‘নার্গিস’, ‘সালমা’, ‘লতা’; এঁরা কারা? বিপিএলের মাঠে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে তাদের কাজটা কি? নাহ, তাঁদের তেমন কোনো ভূমিকা নেই । ২২ গজে তাঁদের সন্তানদের ভূমিকাই সবথেকে বেশি। ওপরের যে নামগুলো তাঁদের সন্তান হলেন মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, জাকির হাসান, আরাফাত সানী, কামরুল ইসলাম রাব্বী এবং সেকুগে প্রসন্ন।
মায়েদের সম্মান জানাতে আজ বিপিএলের মঞ্চে মায়েদের নামে জার্সি পরে মাঠে নেমেছেন রাজশাহী কিংসের খেলোয়াড়রা। মায়েদের শ্রদ্ধা জানাতে রাজশাহী কিংসের এমন উদ্দ্যোগ। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে চার-ছক্কার ‘মারপ্যাচে’ও যে ভিন্ন কিছু করা যায় তা প্রমাণ করল পদ্মাপাড়ের দলটি। ক্রিকেটের বড় মঞ্চে সম্পর্কের সেতুবন্ধন তৈরি করল ফ্র্যাঞ্চাইজিটি।
যেকোনো মানুষের জীবনে মায়ের অবদানের কথা বলে শেষ করা যাবে না। প্রতিটি মুহূর্ত, প্রতিটি নিঃশ্বাসে জড়িয়ে থাকে মায়ের প্রতি ভালোবাসা। এ ভালোবাসার কোনো মানদন্ড নেই। নেই কোনো সীমা। তাইতো মায়েদের সম্মান জানানোর নেই কোনো উপলক্ষ্য, নেই কোনো কারণ। বিপিএলের ফ্র্যাঞ্চাইজি রাজশাহী কিংস প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে নিয়ে এল নতুন চিন্তা, নতুন ভাবনা।
পৃথিবীতে ভালো থাকুক প্রতিটি মায়েরা, হৃদয়ে থাকুক তাঁদের জন্য অফুরন্ত ভালোবাসা।