লোকালয় ২৪

মাটি কাটতে গিয়ে দেড় কেজি ওজনের মূর্তি পেল দিনমজুর

মাটি কাটতে গিয়ে দেড় কেজি ওজনের মূর্তি পেল দিনমজুর

লোকালয় ডেস্কঃ নওগাঁর রাণীনগরে এক দিনমজুরের বাড়ী থেকে প্রায় দেড় কেজি ওজনের একটি পুতুল উদ্ধার করেছে রাণীনগর থানা পুলিশ।

মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের খাগড়া গ্রামের দিনমজুর রতন ইসলাম ভুট্টুর বাড়ি থেকে পুতুলটি উদ্ধার করা হয়।

জানা যায়,  এলাকার হাটগাড়ী নামক খাসপুকুর থেকে মাটি কেটে একই গ্রামের মইদুল ইসলামের জমি ভরাট করার কাজ করছিলেন রতন। মাটি কাটার সময় হঠাৎ করেই একটি পুতুল দেখতে পেয়ে বাড়ীতে নিয়ে যান তিনি। দিনমজুর রতন ‘সোনার পুতুল’ পেয়েছে এমনটি জানাজানি হলে পুতুলটি দেখতে গ্রামের লোকজন তার বাড়িতে ভিড় জমায়।

 

পরে থানা পুলিশকে খবর দিলে পুতুলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। এ ব্যাপারে পুতুল উদ্ধারকারী কর্মকর্তা এস আই মাবুদুর রহমান জানান, পুতুলটি উদ্ধার করা হয়েছে। পরীক্ষার পর বোঝা যাবে এটি কিসের।