লোকালয় ২৪

মাটির নিচে থাকা রোমান শহরের মানচিত্র পুনর্নির্মাণ

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ  প্রায় হাজার বছরেরও বেশি আগে পরিত্যক্ত হয় রোমান সাম্রাজের প্রাচীন শহর ফালেরি নোভি। সময়ের ধূলো জমতে জমতে এর বেশিরভাগই চলে যায় মাটির তলায়। ওভাবেই আছে নগরীটির অধিকাংশ। তবে আর্কিওলজিস্টরা নগরীটির মানচিত্র পুনর্নির্মাণ করেছেন।

ভূ-অভ্যন্তরে লুকিয়ে থাকা প্রাচীন এই শহরের কাঠামোয় ধরা পড়েছে উপাসনালয় ও স্নানাগারের অস্তিত্ব। আধুনিক রোম শহর থেকে ৫০ কিলোমিটার দূরে ইতালির গ্রামীণ অঞ্চলেই রয়েছে নগরটির ধ্বংসাবশেষ।

২৪১ খ্রিষ্টপূর্বাব্দে তৈরি হওয়া এ শহর খ্রিস্টীয় সপ্তম শতাব্দী পর্যন্ত ছিলো জনমানুষের বসতি। পাঁচিল দিয়ে ঘেরা এ ছোট শহরটির আয়তন ছিল মাত্র ০.১ বর্গমাইল বা ০.৩ বর্গকিলোমিটার।