লোকালয় ২৪

মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, নিহত ২

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মাঝ আকাশে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় দুই জনের প্রাণহানি হয়েছে।

শুক্রবার (১৯ আগস্ট) সিবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ আগস্ট) ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ওয়াটসনভিল শহরের মিউনিসিপ্যাল বিমানবন্দরে দু’টি ছোট বিমান অবতরণের চেষ্টা করেছিল। সে সময়ই এই দুর্ঘটনা ঘটে। বিমান ওঠা-নামার জন্য ওই বিমানবন্দরে ‘কন্ট্রোল টাওয়ার’ নেই। দুর্ঘটনার সময় রানওয়েতে যারা ছিলেন, তারা কেউ আহত হননি।

ওয়াটসনভিল শহরের মুখপাত্র মিশেল পুলিডো বলেছেন, এ দুর্ঘটনায় কতজন মারা গেছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এক বিবৃতি বলেছে, বিমান দুটিতে তিনজন যাত্রী ছিল। এদের মধ্যে দু’জন মারা গেছেন। দুর্ঘটনার সময় মাটি থেকে ২০০ ফুট উচ্চতায় ছিল দুটি বিমান।

দুর্ঘটনা কীভাবে ঘটল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।