লোকালয় ২৪

মাংসে বেশি হাড় দেয়া নিয়ে ২ গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ!

মাংসে বেশি হাড় দেয়া নিয়ে ২ গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : গরুর গোশত বিক্রয়কালে হাঁড় বেশি দেয়া নিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক ও কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কের সরাইল বিশ্বরোডে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২০ জন।

শুক্রবার সরাইল উপজেলার কুট্টাপাড়া ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার খাঁটিহাতা গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে সরাইল বিশ্বরোড মোড়ের বাজারে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার খাঁটিহাতা গ্রামের সোলমানের ছেলে কালু কসাইয়ের দোকানে কুট্টাপাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে ধন মিয়া গরুর গোশত কিনতে যান। গোশতে হাঁড়ের পরিমাণ বেশি দেয়া নিয়ে ক্রেতা-বিক্রেতার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কালু কসাইয়ের হাতে থাকা ছুরি দিয়ে ক্রেতা ধন মিয়ার হাতে আঘাত করে।

এ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন লোক আহত হয়। আহতদের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।

সংঘর্ষকালে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে মহাসড়কের দুই দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যাত্রীদেরকে নানা বিড়ম্বনাসহ দুর্ভোগ পোহাতে হয়। ঘন্টাব্যাপী চলমান সংঘর্ষ পর পুলিশ নিয়ন্ত্রণ করলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল ইসলাম বলেন, এ ঘটনায় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছে। ৩০ রাউন্ড রাবার বুলেট ব্যবহার করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।