সংবাদ শিরোনাম :
মশা নিধনের ৫০ কোটি টাকা লুটপাট করেছেন দুই মেয়র: রাঙ্গা

মশা নিধনের ৫০ কোটি টাকা লুটপাট করেছেন দুই মেয়র: রাঙ্গা

মশা নিধনের ৫০ কোটি টাকা লুটপাট করেছেন দুই মেয়র: রাঙ্গা
মশা নিধনের ৫০ কোটি টাকা লুটপাট করেছেন দুই মেয়র: রাঙ্গা

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই মেয়র মশা নিধনের ৫০ কোটি টাকা লুটপাট করেছেন বলে দাবি করেছেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরীক দলের এই সংসদ সদস্য বুধবার (৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে এডিস মশা নিধনে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতীয় পার্টি আয়োজিত মানববন্ধন ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

যে মেয়র মশা মারতে পারেন না তাদের ডেঙ্গু মশার মতই বিদায় করতে হবে বলেও মন্তব্য করেন রাঙ্গা।

‘এখন সংসদের অধিবেশন নেই তাই আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে রাস্তায় দাঁড়াতে বাধ্য হয়েছি’ উল্লেখ করে রাঙ্গা বলেন, ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। মশা নিধনের ৫০ কোটি টাকা লুটপাট করেছেন দুই মেয়র।

দেশের বিভিন্ন জেলায় বন্যা প্রসঙ্গে জাতীয় পার্টির মহাসচিব বলেন, এ বছর বন্যায় মানুষ দীর্ঘ সময় পানিবন্দি ছিলেন। সরকারিভাবে যে ত্রাণ দেওয়া হয়েছে তাও অপ্রতুল। অনিয়ম হয়েছে ত্রাণ বিতরণে।”

“প্রধানমন্ত্রী দেশে নেই বলেই অনিয়ম ও বিশৃঙ্খলা বেড়ে গেছে,” বলেও মন্তব্য করেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com