সংবাদ শিরোনাম :
‘মমতা এখন ইউটার্ন দিদি হয়ে গিয়েছেন’

‘মমতা এখন ইউটার্ন দিদি হয়ে গিয়েছেন’

কলকাতা: তাঁর দিকেই তাকিয়ে ছিলেন দলের যুব কর্মীরা৷ বাংলায় তৃণমূল বধে যুব কর্মীদের ভূমিকা কী হবে, সেটাই তাঁর কাছে শুনতে চেয়ছিলেন যুব কর্মী-সমর্থকরা৷

তিনি পুনম মহাজন৷ ভারতীয় জনতা যুব মোর্চার সর্বভারতীয় সভানেত্রী৷ শনিবার কলকাতার মেয়ো রোডের সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চড়া সুরে আক্রমণ করে কর্মীদের কার্যত বুঝিয়ে দিয়ে গেলেন আগামিদিনে তৃণমূলের বিরুদ্ধে অলআউট আক্রমণ করতে হবে৷

সেই কারণেই বোধহয় তিনি শুরুতেই কর্মীদের উদ্দেশ্যে বলে দিয়েছেন, ‘‘পিকচার আভি বাকি হ্যায়, ইয়ে তো সির্ফ ট্রেলার হ্যায়৷’’ এর পর যতটুকু সময় বক্তৃতা করেছেন, পুরোটায় তিনি চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেস ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

সরাসরি অভিযোগ করেছেন যে টিএমসি এখন টেরর মেকিং পার্টি হয়ে গিয়েছে৷ বাংলাকে তারা বাংলাদেশ বানাতে চাইছে৷ চাকরির জন্যও ঘুষ নিচ্ছে৷

বাংলার ক্ষমতায় আসার পথে তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় স্লোগান ছিল, মা-মাটি-মানুষের জন্য লড়াই৷ তৃণমূল কংগ্রেসের সরকারকে মা-মাটি-মানুষের সরকারও বলা হয়৷ সেই প্রসঙ্গও এদিন উঠে এসেছে পুনম মহাজনের মুখে৷ তিনি বলেছেন, ‘‘মা-এ মমতা নেই৷ ম্যায় মমতা অমানুষ৷’’ সেই সূত্র ধরেই তিনি বলেছেন, ‘‘মমতা দিদি আর আমার কাছে মমতা নয়৷ তিনি আমার কাছে এখন ইউটার্ন দিদি হয়ে গিয়েছেন৷’’

তাঁর অভিযোগ, সাধারণ মানুষের কোনও পরিবর্তন হয়নি৷ শুধু তৃণমূলের নেতাদের পরিবর্তন হয়েছে৷ সিপিএমের লাল রং বদলে এখন মমতা দিদির শাড়ির রং বাংলা এখন নীল-সাদা হয়ে গিয়েছে৷

পুনম মহাজনের বাবা প্রমোদ মহাজন একসময় ভারতীয় জনতা যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি ছিলেন৷ তার পর তিনি জাতীয় রাজনীতির আঙিনায় বিজেপির হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন৷ পুনমও বাবার হাত ধরেই রাজনীতিতে এসেছেন৷ তাই তাঁর বক্তৃতায় বাবার প্রসঙ্গ সবসময়ই থাকে৷ এদিনও তাঁর ব্যতিক্রম হয়নি৷

বাবার আদর্শকে পাথেয় করেই যে তিনি রাজনীতিতে এগিয়ে চলেছেন, সেকথাই তিনি জানিয়েছেন৷ সেই আদর্শে এগিয়ে যেতে দলের যুব কর্মীদের উদ্বুদ্ধ করেছেন তিনি৷

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com