মধ্যবর্তী নির্বাচনের আগেও সাইবার হামলার আশংকা!

মধ্যবর্তী নির্বাচনের আগেও সাইবার হামলার আশংকা!

আন্তর্জাতিক ডেস্ক : বিদেশি প্রতিপক্ষরা মার্কিন নির্বাচন পদ্ধতির বিরুদ্ধে সাইবার যুদ্ধ চালিয়ে যাচ্ছে বলে সতর্ক করলেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা। দেশটির মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন মাস বাকি থাকতে এ অভিযোগ আসল।

রাজনৈতিক দলগুলো জানায়, স্পর্শকাতর বিভিন্ন তথ্য সংরক্ষণে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রতিহত করতে তারা প্রতিনিয়ত ক্রমবর্ধমান বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করছেন।

ডেমোক্রেটিক পার্টির প্রধান প্রযুক্তি কর্মকর্তা বলেছেন, এমন পরিস্থিতিতে সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও দলটি খুব বেশি কিছু করতে পারছে না। রাজনৈতিক দলের কর্মকর্তারা তাদের সাইবার নিরাপত্তা প্রচেষ্টা তীব্রতর করেছে। ডেমোক্র্যাটদের হস্তক্ষেপের দিকে ব্যাপকভাবে দৃষ্টি রাখা হচ্ছে।

২০১৬ সালের মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জয়ের আগে দলের ইমেইল সিস্টেম রাশিয়া হ্যাক করে ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পর সাইবার নিরাপত্তার বিষয়ে বিশেষ সতর্ক হয়েছে ডেমোক্র্যাটরা। দলটির ন্যাশনাল কমিটির (ডিএনসি) প্রযুক্তি দলে ৪০ জন কর্মী রাখা হয়েছে। ইউএনবি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com