লোকালয় ২৪

মতিঝিলে ৮ কোটি টাকাসহ ঠিকাদার গ্রেফতার

মতিঝিলে ৮ কোটি টাকাসহ ঠিকাদার গ্রেফতার

লোকালয় ডেস্কঃ রাজধানীর মতিঝিলে  নগদ ৮ কোটি টাকা এবং ১০ কোটি টাকার চেকসহ একজন ঠিকাদারকে গ্রেফতার করেছে র‍্যাব-৩। তার নাম আলী হায়দার। তিনি একটি আমদানি-রফতানিকারক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকও (এমিড)। নির্বাচন প্রভাবিত করতে এই টাকা বিতরণের পরিকল্পনা ছিল বলেও জানিয়েছে র‍্যাব।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে মতিঝিলের সিটি সেন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান এই তথ্য জানিয়েছেন। এ বিষয়ে বেলা আড়াইটায় বিস্তারিত জানানো হবে।

তিনি বলেন, ‘তার কাছ থেকে নগদ ৮ কোটি টাকা ও ১০ কোটি টাকার বিভিন্ন ব্যাংকের চেক উদ্ধার করা হয়েছে। এই টাকা দিয়ে তারা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করবে বলে পরিকল্পনা করেছিল। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি।’

র‍্যাব-৩ এর এক কর্মকর্তা জানিয়েছেন, গত কয়েক মাসে এই প্রতিষ্ঠান থেকে কয়েক‘শ কোটি টাকা লেনদেন হয়েছে। বিদেশ থেকে টাকা আসছে। মূলত বিএনপি জামায়াতের প্রার্থীদের কাছে বিভিন্ন সময় টাকা এখান থেকে সরবরাহ করা হয়েছে।