লোকালয় ২৪

ভোটের প্রিজাইডিং অফিসারদের তালিকা তৈরি করেছে পুলিশ: রিজভী

ভোটের প্রিজাইডিং অফিসারদের তালিকা তৈরি করেছে পুলিশ: রিজভী

লোকালয় ডেস্কঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আরেকটি পাতানো নির্বাচনের পথে হাঁটছে বর্তমান নির্বাচন কমিশন। এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ সৃষ্টি না হওয়ার জন্য প্রধান দায়ী নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন। সরকারের অনুগত কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

আজ বুধবার সকালে নয়া পল্টনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি।

পল্টনের হামলায় গণভবন জড়িত দাবী করে রিজভী বলেন, ১৪ নভেম্বর নাশকতার ঘটনা ছিল পুলিশের পরিকল্পিত ছক। আগের দিন নির্বাচন কমিশন আইজিকে নির্দেশ দিয়েছিল বিএনপির শোডাউন বন্ধ করার জন্য। সেই নির্দেশ অনুযায়ী পুলিশ নাশকতার রোডম্যাপ তৈরি করে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লাখ লাখ নেতাকর্মীদের ভিড় দেখে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের গণভবনে ডেকে নিয়ে বিএনপির সমবেত জনতার ওপর হামলা ও নাশকতার ডিজাইন করা হয়।

নির্বাচন কমিশনকে ‘বিরল প্রজাতি’ উল্লেখ করে তিনি আরোও বলেন, ভোটের প্রিজাইডিং অফিসারদের তালিকা তৈরি করেছে পুলিশ। এই কমিশন নিজেদের স্বাধীনতা অন্যের হাতে তুলে দিয়েছে।