লোকালয় ২৪

ভেনেজুয়েলায় পুলিশ স্টেশনে দাঙ্গা ও আগুনে নিহত ৬৮

ভেনেজুয়েলায় পুলিশ স্টেশনে দাঙ্গা ও আগুনে নিহত ৬৮

আন্তর্জাতিক ডেস্কঃ ভেনেজুয়েলার কারাবোবো রাজ্যের একটি পুলিশ স্টেশনে দাঙ্গা ও আগুনে ৬৮ জন নিহত হয়েছেন।

বুধবার দেশটির মধ্যাঞ্চলীয় শহর ভ্যালেন্সিয়ায় এ ঘটনা ঘটেছে বলে সরকারি কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানিয়েছে বিবিসি, বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্স জানিয়েছে, আগুন লাগার পর পুলিশ স্টেশনটির বাইরে খবরের আশায় থাকা পরিবারগুলোর দিকে কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয় এবং রাতের আগে কর্তৃপক্ষ কোনো তথ্য জানায়নি।

এক টুইটে কারাবোবো রাজ্যের প্রধান সরকারি কৌঁসুলি তারেক উইলিয়াম সাব জানিয়েছেন, কী ঘটেছে তা তা বের করতে তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করা হয়েছে।

বিবিসি জানিয়েছে, হাজত ভেঙে বেরিয়ে আসার চেষ্টায় হাজতিরা একটি মাদুরে আগুন ধরানোর পর তা ছড়িয়ে পড়ে।

থানায় আগুন লেগেছে, এই খবর ছড়িয়ে পড়লে হাজতিদের স্বজনরা থানার কাছে এসে ভিড় জমায়। তাদের সরিয়ে দিতে পুলিশ কাঁদুনে গ্যাস ব্যবহার করে।

রাজ্য কর্মকর্তা জেসাস সানটানডার জানিয়েছেন, আগুন লাগার পর এক পুলিশ কর্মকর্তার পায়ে গুলি লাগে, তার অবস্থা স্থিতিশীল রয়েছে; পরে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় কারাবোবো রাজ্যে শোক পালন করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

ধারণ ক্ষমতার অতিরিক্ত বন্দি রাখার জন্য ভেনেজুয়েলার কারাগারগুলোর কুখ্যাতি আছে। বন্দিদের কাছে প্রায়ই অস্ত্র ও মাদক থাকে। কারাগারগুলোতে দাঙ্গায় প্রায়ই বহু মানুষের মৃত্যু হয়।