লোকালয় ২৪

‘ভিপি নূরসহ আহতরা ভালো আছেন, শিগগিরই ছেড়ে দেয়া হবে’

‘ভিপি নূরসহ আহতরা ভালো আছেন, শিগগিরই ছেড়ে দেয়া হবে’

ঢাকা- ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরসহ অন্যান্য আহতরা ভাল আছেন। খুব শীঘ্রই তাদের ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দীন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা ১২টার দিকে এ তথ্য দেন তিনি।

ডা. এ কে এম নাসির উদ্দীন বলেন, ‘আহত সবার অবস্থাই উন্নতির দিকে, হাসপাতাল থেকে তাদের শিগগিরই ছেড়ে দেওয়া হবে। গতকাল সোমবার সন্ধ্যায় ভিপি নুরসহ হাসপাতালে চিকিৎসাধীন সবার জন্যই মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। আমরা যার যেমন শারীরিক অবস্থা সে অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা নিয়েছি।’

গুরুতর আহত তুহিন ফারাবির সার্বিক অবস্থা এখন আরও ভালো হয়েছে জানিয়ে হাসপাতালের পরিচালক বলেন, ‘ওনি বাসায় ফিরতে চেয়েছিলেন, কিন্তু আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা দরকার। তবে ওনাকে আমরা শিগগিরই কেবিনে ট্রান্সাফার করে ফেলবো।’

প্রসঙ্গত, রবিবার দুপুরে ডাকসুতে বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা-কর্মীদের সাথে বৈঠক করার সময় হামলার শিকার হন নুরুল হক। হামলায় ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা-কর্মীরাও আহত হন। ছাত্রলীগের একাংশ ও মুক্তিযুদ্ধ মঞ্চের কয়েকজন কর্মী তাদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় হামলার ঘটনায় কারা জড়িত তা খতিয়ে দেখতে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে আটক করেছে পুলিশ।