লোকালয় ২৪

ভিক্ষা করে কোটিপতি!

ভিক্ষা করে কোটিপতি!

লোকালয় ডেস্কঃ লেবাননে বসবাসকারী ৫২ বছর বয়সী ভিক্ষুক ছিলেন ফাতিমা ওসমান। দেশটিতে গৃহযুদ্ধের সময় হামলার শিকার হয়ে তার হাত-পা চিরতরে অচল হয়ে যায়। পরে ফাতিমা ভিক্ষাকে জীবিকা অর্জনের উপায় হিসেবে বেছে নেন। পরে লেবাননের রাজধানী বৈরুত শহরের রাস্তায় বসে ভিক্ষা করে কোটি কোটি টাকার মালিক হয়ে যান তিনি।


ফাতিমার ব্যাংকে গচ্ছিত রাখা টাকার ব্যাংক স্টেটমেন্ট। ছবি: সংগৃহীত

মেট্রোর প্রতিবেদনে জানানো হয়, কিছুদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে রাস্তাতেই মৃত্যু হয় ফাতিমার। দেশটির পুলিশ তার লাশ উদ্ধার করেতে গিয়ে খোঁজ পান জমানো কোটি টাকার।

ফাতিমার সঙ্গে রাখা থলেতে জমানো টাকা। ছবি: সংগৃহীত

লেবাননের পুলিশ ফাতিমার লাশের পাশেই খুঁজে পায় একটি থলে, যার ভেতরে রাখা ছিল বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ লাখ টাকা।

এখানেই শেষ নয়, পুলিশ খোঁজ নিয়ে দেখে, ফাতিমার ব্যাংকে গচ্ছিত আছে প্রায় ৯ কোটি ২৯ লাখ টাকা। বিষয়টি চিন্তাও করতে পারেনি তার পরিবারের লোকজন।