লোকালয় ২৪

ভারতে মন্দিরে ভাত খেয়ে ১১জনের মৃত্যু

ভারতে মন্দিরে ভাত খেয়ে ১১জনের মৃত্যু

লোকালয় ডেস্কঃ ভারতের একটি মন্দিরে ভাত খেয়ে অন্তত ১১ জন মারা গেছেন। এ ছাড়া আরও বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছেন বলে পুলিশ জানিয়েছে।

১৪ ডিসেম্বর, শুক্রবার ভারতের কর্ণাটকের চামারাজানগর জেলার মারাম্মা মন্দিরে একটি বিশেষ অনুষ্ঠান চলার সময় এই ঘটনা ঘটে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই মন্দিরে দেওয়া খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ায় অন্তত ৭০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

একজন স্বাস্থ্য কর্মকর্তা স্থানীয় পুলিশকে জানিয়েছেন, মন্দিরে যেই খাবারটি দেওয়া হয়েছে তা বিষাক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ওই অনুষ্ঠানে অংশ নেওয়া একজন ব্যক্তি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাদের যে টমেটো ভাত দেওয়া হয়েছিল, তা থেকে গন্ধ আসছিল। যারা সেই খাবার খায়নি, তারা ভালো আছে। যারা খেয়েছে, তারাই বমি করতে শুরু করে এবং পেটে ব্যথা হচ্ছে বলতে শুরু করে।’

প্রতিবেদনে বলা হয়েছে, ওই মন্দিরে দীক্ষিতদের একটি দলকে বিদায় জানাতে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

এক প্রত্যক্ষদর্শী জানান, দীক্ষিতদের বিদায় জানাতে এখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে আশপাশের গ্রাম থেকে বহু মানুষ ওই অনুষ্ঠানে অংশ নেয়। এই খবর ছড়িয়ে যাওয়ার পর অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন।