লোকালয় ২৪

ভারতে ভাইরাল ইনফেশনে মৃত ১৩০ শিশু

ভারতে ভাইরাল ইনফেশনে মৃত ১৩০ শিশু

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের বিহারে এনকেফালাইটিস রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৩০ জনে দাঁড়িয়েছে। যাদের বেশির ভাগই শিশু।

এ রোগে আক্রান্ত হয়ে এখনও হাসপাতালে চিকিৎসাধীন সাড়ে ৪শ’র বেশি শিশু। রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এ রোগে আক্রান্তদের বেশিরভাগের বয়স ৬ মাস থেকে ১৫ বছরের মধ্যে।

গেলো ১৭ দিনে এনকেফালাইটিস রোগে আক্রান্ত হয়ে ১শ’ ৩০ শিশুর মৃত্যু হয়েছে। এরমধ্যে কেবল মুজাফফরপুরের দুটি হাসপাতালেই মৃত্যু হয়েছে ১শ’ ৭ জনের। আর চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে প্রায় ১শ’ ১১জন।

চিকিৎসকরা জানিয়েছেন, রক্তে শর্করা অতিমাত্রায় কমে যাওয়ার কারণেই বেশিরভাগ শিশুর মৃত্যু হয়েছে।