সংবাদ শিরোনাম :
ভারতে ঝড়ে ও বজ্রপাতে ৪০ জনের মৃত্যু

ভারতে ঝড়ে ও বজ্রপাতে ৪০ জনের মৃত্যু

ভারতে ঝড়ে ও বজ্রপাতে ৪০ জনের মৃত্যু
ভারতে ঝড়ে ও বজ্রপাতে ৪০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ  ভারতে ঝড়ে ও বজ্রপাতে ৪০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। গতকাল সোমবার উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খন্ড রাজ্যের ওপর দিয়ে এ ঝড় বয়ে যায়।

এনডিটিভির খবরে বলা হয়, বিহারে ১৯জন,, প্রতিবেশী রাজ্য ঝাড়খন্ডে বজ্রপাতে ১২ জন নিহত ও ২৮ জন আহত হয়েছে।

উত্তর প্রদেশ রাজ্যের কানপুরে দুজন, উনাওয়ে পাঁচজন, রায়ে বারিলাতে দুজন নিহত হয়।

মুখ্যসচিব (তথ্য) অভিনিশ ওয়াস্থি পিটিআইকে বলেন, উদ্ধারকর্মীরা উদ্ধারকাজ শুরু করেছে। জেলা ম্যাজিস্ট্রেটদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে দুস্থ লোকজনের মধ্যে ত্রাণ সরবরাহের নির্দেশ দিয়েছেন।

আঞ্চলিক আবহাওয়া অফিস জানিয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় উত্তর প্রদেশের মধ্য ও পূর্বাঞ্চলে ধুলোঝড়-বাতাসসহ ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

গত ১৩ মে ভারতে ধূলিঝড়ে চারটি রাজ্যে ৩৯ জনের মৃত্যু হয়। সেই দিন পর্যন্ত ধূলিঝড়ে কেবল উত্তর প্রদেশ রাজ্যে ৭০ জনের মৃত্যু হয়েছিল।

গ্রীষ্মকালে ভারতের উত্তরাঞ্চলে প্রায়ই ধূলিঝড় হয়ে থাকে। তবে এবার বিপুল হারে প্রাণহানির ঘটনা বেশ অস্বাভাবিক। চলতি মাসেই কয়েক দফা ধূলিঝড়ে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। ৩ মে ধূলিঝড়ে ভারতের উত্তরাঞ্চলে অন্তত ১০০ জনের মৃত্যু হয়। উত্তর প্রদেশ ছাড়াও রাজস্থান, উত্তরাখন্ড ও আগ্রায়ও প্রাণহানির ঘটনা ঘটে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com