লোকালয় ২৪

ভারতে একদিনে রেকর্ড মৃত্যু, শনাক্ত ১১ হাজারের বেশি

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ  করোনাভাইরাসে ভারতের পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে। করোনায় একদিনে মৃত্যুর নতুন রেকর্ড গড়লো দেশটি। ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন দুই হাজার ৬ জন। এছাড়া ১১ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

বিশ্বে যে কয়েকটি দেশে অত্যন্ত উঁচু হারে করোনাভাইরাসে সংক্রমণ বেড়েছে, এর মধ্যে ভারত অন্যতম। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ভারতে করোনায় এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১১ হাজার ৯২১ জন। আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫৪ হাজার ১৬১ জন। ১ লাখ ৮৭ হাজারের বেশি মানুষ করোনা থেকে সুস্থ হয়েছেন।

মোট মৃত্যুর হিসাবে বিশ্বের অষ্টম অবস্থানে এখন ভারত। দেশটিতে ১২ হাজারের কাছাকাছি মানুষের প্রাণ গেল কোভিড-১৯ এ। সংক্রমের দ্রুততার দিক থেকেও বিশ্বে ৪র্থ অবস্থানে ভারত। সাড়ে ৩ লাখের বেশি মানুষ প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণের শিকার।

একদিনেই সর্বোচ্চ ১৪শ’র বেশি মৃত্যু দেখলো মহারাষ্ট্র। রাজ্যটিতে এক লাখের বেশি মানুষ করোনা আক্রান্ত। প্রাণহানির দিক থেকে কিছুটা পিছিয়ে থাকলেও অর্ধলক্ষ ছুঁইছুঁই দিল্লী ও তামিলনাড়ুতে করোনা সংক্রমণের সংখ্যা।

এদিকে বিশ্বজুড়ে করোনায় এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪ লাখ ৪৫ হাজার ১৮৫ জন। আক্রান্ত হয়েছেন ৮২ লাখ ৫১ হাজার ৬২ জন। তবে স্বস্তির খবর হচ্ছে, এরইমধ্যে ৪২ লাখ ৯৯ হাজার ২০৬ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।