সংবাদ শিরোনাম :
ভারতের ১৮ কি.মি ভিতরে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী

ভারতের ১৮ কি.মি ভিতরে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ  লাদাখে সীমান্ত নিয়ে উত্তেজনার মধ্যেই ভারতের বিরাট অংশ দখল করেছে চীন সেনাবাহিনী। তাই চীন কতটা জমি দখল করেছে তার প্রকৃত তথ্য জানার দাবি করেছেন কংগ্রেস নেতা ও দেশটির সাবেক প্রতিরক্ষা প্রতিমন্ত্রী পল্লম রাজুর। কংগ্রেসের অভিযোগ, ইতোমধ্যে চীনা সেনারা ১৮ কিলোমিটার ভেতরে ঢুকে এসেছে। আর ২৫ কিলোমিটার এগোলেই ডিবিও সড়কের কাছে থাকা গুরুত্বপূর্ণ এয়ারস্ট্রিপ দখল করে নেবে তারা।

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, পরিকল্পিত ভাবে প্রকৃত নিয়ন্ত্রণরেখাকে ক্রমশ ভারতের দিকে ঠেলে দেয়াটা চীনের পুরনো কৌশল। এ বারে তাতে সাফল হয়েছে বেজিং। এমন খবর প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম আনন্দবাজার। সাবেক প্রতিরক্ষা পল্লম রাজুর বলেন, প্যাংগং লেকের ফিঙ্গার ৪ থেকে ফিঙ্গার ৮ পর্যন্ত ইতোমধ্যেই বাঙ্কার, ছাউনি ও নজরদারি পোস্ট তৈরি করেছে চীন সেনারা। এখন নয়াদিল্লির উদ্বেগ বাড়িয়ে ফিঙ্গারগুলোর মাথাতেও ঘাঁটি বানানো শুরু করেছে তারা। তা ধরা পড়েছে উপগ্রহ চিত্রে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com