সংবাদ শিরোনাম :
‘ভারতের প্রথম জঙ্গিই ছিল এক হিন্দু’, কমলের বিস্ফোরক বক্তব্য

‘ভারতের প্রথম জঙ্গিই ছিল এক হিন্দু’, কমলের বিস্ফোরক বক্তব্য

‘ভারতের প্রথম জঙ্গিই ছিল এক হিন্দু’, কমলের বিস্ফোরক বক্তব্য
‘ভারতের প্রথম জঙ্গিই ছিল এক হিন্দু’, কমলের বিস্ফোরক বক্তব্য

আন্তর্জাতিক ডেস্ক : স্বাধীন ভারতের প্রথম জঙ্গি একজন হিন্দু ছিলেন। আর তাঁর নাম নাথুরাম গডসে। ভারতের তামিলনাড়ুতে নিজের দলের হয়ে প্রচারের ফাঁকে এমনই বক্তব্য রাখেন কমল হাসান। অভিনেতা থেকে নেতা হয়ে ওঠা এই জনপ্রিয় নায়কের এমন বক্তব্য ঘিরে রীতিমত বিতর্কের ঝড় উঠেছে দেশটির ভোট রাজনীতির মধ্যেই।

তামিলনাড়ুর করুর জেলার আরবাকুরিচিতে মুসলিম অধ্যুষিত এলাকায় প্রচারে যান মক্কাল নিধি মইয়মের নেতা কমল হাসান। আর সেখানে গিয়েই এই বক্তব্যের জেরে খবরে উঠে আসেন তিনি।

রবিবার রাতের সভায় কমল বলেন, এটি মুসলিম অধ্যুষিত এলাকা বলে বলছি না। ওরা (বিরোধী) আমায় আক্রমণ করেছিল, কারণ আমি বলেছিলাম ভারতে হিন্দুদের কট্টরপন্থা রয়েছে। আমি বলছি স্বাধীন ভারতরে প্রথম জঙ্গিই ছিল একজন হিন্দু। তাঁর নাম নাথুরাম গডসে। সেখান থেকেই সব শুরু। আর আমরা চাইছি এমন এক ভারত, যা সবার জন্য সমান।

কমল আরো বলেন, আমি বলেছি সন্ত্রাসবাদ ভুল। হিন্দু হোক বা মুসলিম সমস্ত ধর্মেই হিংসা বরদাস্ত করা হয় না। কোনও ধর্মই হিংসার কথা বলে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com