লোকালয় ২৪

ভারতের জনগণ যে জোটকে নির্বাচিত করবে, সম্পর্ক থাকবে

ভারতের জনগণ যে জোটকে নির্বাচিত করবে, সম্পর্ক থাকবে

ঢাকা: ভারতের নির্বাচনে দেশটির জনগণ যে দল বা জোটকে নির্বাচিত করবে তাদের সঙ্গেই আমাদের সম্পর্ক থাকবে বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (২২ মে) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান ওবায়দুল কাদের।

এর আগে তিনি বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাসের সঙ্গে বৈঠক করেন।

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠকের বিষয়ে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘ভারতীয় ঋণে অনেকগুলো প্রজেক্ট চলমান রয়েছে। আবার নতুন নতুন প্রজেক্টও আমরা হাতে নিচ্ছি। কানেক্টিটিভির নতুন নতুন দুয়ার ‍উন্মোচিত হবে।’

তিনি বলেন, ‘ভারতে ইলেকশন হচ্ছে, একটু আলাপ-আলোচনা হয়েছে। ভারতের জনগণ যে দল বা জোটকে নির্বাচিত করবে, তাদের সঙ্গেই আমাদের সম্পর্ক থাকবে। সরকার টু সরকার, পিপল টু পিপল যে যোগাযোগ ও সম্পর্ক আছে, যে জোট ও যে দলই আসুক না কেন জনগণের নির্বাচিত সরকারের সঙ্গে আমাদের সম্পর্ক অব্যাহত থাকবে।’

‘নির্বাচনের পর অমীমাংসিত সমস্যাগুলো আলোচনায় আসবে এবং সমাধানের ব্যাপারে ভারত সরকারের সহযোগিতা আশা করি অব্যাহত থাকবে।’

নতুন সরকার তিস্তা পানিবণ্টন সমস্যার সমাধান করবে বলে আপনি মনে করেন- জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘সিটমহল হস্তান্তর যেভাবে হয়েছে, সীমান্ত সমস্যার বাস্তবায়ন যেভাবে হয়েছে, আমার মনে হয় তিস্তাসহ অভিন্ন নদীগুলোর পানি বণ্টন সমস্যার সমাধান হবে। হতাশ হওয়ার কোনো কারণ নেই। আলোচনা চলছে, ভারতের নতুন সরকার এই আলোচনার বাস্তব রূপ দেবেন আরও এগিয়ে নিয়ে যাবেন এটিই আমরা আশা করি।’