লোকালয় ২৪

বড় বহুলায় অল্প বৃষ্টিতেই রাস্তা ঘাট ডোভে যায়, দূভোগে কয়েকশ পরিবার

lokaloy24.com

মোঃ সনজব আলীঃ  বড় বহুলা আমাদের গ্রাম। নিজের জন্মভুমিতে ছোট থেকে বেড়ে ওঠা, সব গুলা স্মৃতি মিশে আছে এই গ্রামে। যখন ছোট ছিলাম অনেক গুলা ছোট ছোট খাল দৃশ্য মান ছিল আমাদের প্রতিটা এরিয়ায়। যে খাল গুলা দিয়ে প্রতিনিয়ত পানি নিষ্কাশন হত। আস্তে আস্তে বড় হলাম, রাস্তা গুলা ছোট হতে লাগল খাল গুলা ভরাট শুরু হল।এখন অনেক জায়গায় পানি জমা হয়ে রাস্তা ঘাট অল্প তেই ভেঙ্গে যাচ্ছে। অনেকে আবার সেই খাল গুলা ভরাট করে ঘর বাড়ি তৈরি করছে, অনেকে আবার খাল গুলোকে বড় করে নিজস্ব পুকুরে পরিনত করছে। আস্তে আস্তে করে সব কিছুই আজ বিলীন।এতে এলাকার চেয়ারম্যান মেম্বারকে অবগতি করার পরও তারা কোনো প্রয়েোজনিয় পদক্ষেপ নেয় নি। গ্রামের অনেক প্রভাব শালীরা ও নিরব ভুমিকা পালন করছে। যার কারনে এলাকার কযেকশ পরিবার দূভোগে পরেছে। এই অবস্তা চলতে তাকলে হয়ত ভবিষ্যতে রাস্তা দিয়ে হেটে চলার ও অবস্থা থাকবে না৷ যারা আজ নিরব ভুমিকা পালন করছে হয়ত তো তারা আস্তে আস্তে চলে যাবে দায়িত্ব আসবে এখনকার তরুন আর যুবকের কাদে, আর সেই সময় টা এত বেশি কঠিন পার করতে হবে যে বেধাবেধ গুলা অনেক প্রসারিত হবে। আশা করি আমি কি বলতে চাচ্ছি অনেকে বুঝতে পারবেন। সময় থাকতে সরকারী জায়গা গুলা বের করে রাস্তা গুলা বড় করা আর পানি নিষ্কাশনের ব্যবস্থা করা আমাদের জন্য খুব বেশি জরুরী।এর জন্য দরকার সবার সহযোগীতা আন্তরিকতা আর কিছু বিশর্জন। আমরা আমাদের গ্রাম কে সাজাতে কি পারি না ? পারিনা কিছুটা বিসর্জন দিতে?