সংবাদ শিরোনাম :
মাধবপুর থেকে অপহরণের শিকার ছাত্রী ৯ দিন পর হবিগঞ্জ থেকে উদ্ধার ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে কর্মবিরতি অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জের অধিকাংশ নদ নদী শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু শ্রীমঙ্গলে ১০ কেজি গাঁজাসহ সুজাতপুরের যুবক আটক নতুন আঙ্গিকে ও নতুন সময়ে একুশে সংবাদ শহরের কিবরিয়া ব্রিজে আগুনে রেষ্টুরেন্ট, গ্যারেজসহ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই সিলেটি শিক্ষার্থীদের ইংল্যান্ডে পড়তে যেতে হলে যা জানতে হবে ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা হাফিজা-দিদার ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র অসহায় লোকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
বড় পর্দায় সালমান শাহ সেজে সমালোচনার মুখে সিয়াম

বড় পর্দায় সালমান শাহ সেজে সমালোচনার মুখে সিয়াম

বড় পর্দায় সালমান শাহ সেজে সমালোচনার মুখে সিয়াম
বড় পর্দায় সালমান শাহ সেজে সমালোচনার মুখে সিয়াম

লোকালয় ডেস্কঃ নব্বইয়ের দশকে দেশের চলচ্চিত্রে ধূমকেতুর মতো আবির্ভাব ঘটে সালমান শাহর। তাঁর অভিনয় আর স্টাইলে বদলে যায় দেশের চলচ্চিত্রের প্রেক্ষাপট। চলচ্চিত্রের ক্ষণজন্মা এই নায়ক মাত্র কয়েক বছরে ২৭টি ছবিতে অভিনয় করেন। এর মধ্যে সব কটি ছবি ব্যবসায়িকভাবে সফলতা পাওয়ার পাশাপাশি দর্শকের কাছে প্রশংসিত হয়। দুই দশক আগে আকস্মিকভাবে সালমান শাহর মৃত্যুর পর চলচ্চিত্রপ্রেমীদের হৃদয়ের আসন থেকে তাঁর অবস্থানের এতটুকু নড়চড় হয়নি। সেই ক্ষণজন্মা নায়ক সালমান শাহ হয়ে পর্দায় আসছেন নবাগত নায়ক সিয়াম আহমেদ!

চলচ্চিত্রে অভিনয়ের আগে সিয়াম বিজ্ঞাপনচিত্র আর নাটকে অভিনয় করেছেন। বৈচিত্র্যময় অভিনয়ের কারণে অল্প সময়ে দর্শকের কাছে প্রশংসিত হন তিনি। রেদওয়ান রনির ‘ভালোবাসা ১০১’ নাটকে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন সিয়াম আহমেদ। কাজের মধ্যে হঠাৎ উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে পাড়ি জমান। ব্যারিস্টারি পড়া শেষে দেশে ফিরে আবার অভিনয়ে মনোযোগী হন। গত বছর ছোট পর্দা থেকে বড় পর্দায় নাম লেখান। প্রথম ছবিটি জাজ মাল্টিমিডিয়ার ‘পোড়ামন’-এর সিক্যুয়েল ‘পোড়ামন টু’। প্রথম ছবিতেই তাঁকে কখনো সালমান শাহ আবার কখনো সালমান শাহর ভক্তরূপে দেখতে পাবেন দর্শক। মুক্তির অপেক্ষায় থাকা ছবিটির টিজার আর গানের ট্রেলারে তার কিছু আভাস দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।

সালমান শাহরূপে বড় পর্দায় সিয়ামকে মেনে নিতে চায় না সালমান-ভক্তরা। এরই মধ্যে সালমান-ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে সিয়ামের সমালোচনা করতে পিছপা হচ্ছে না। বিষয়টি চোখে পড়েছে ‘পোড়ামন’ ছবির নায়ক সিয়ামেরও। প্রথম আলোর সঙ্গে আজ বুধবার দুপুরে সিয়াম বললেন, ‘সালমান শাহ আমার গুরু। আমি এই ছবিতে তাঁর ভক্তের চরিত্রে অভিনয় করেছি। পর্দায় সালমান শাহ হওয়ার কোনো যোগ্যতা আমার নেই।’

সিয়াম আরও বলেন, ‘এবারই প্রথম সমালোচনার মুখোমুখি হলাম, তা-ও আবার ভালো একটি পদক্ষেপের জন্য। আমার আশা, ছবিটি দেখার পর সবার ধারণা পাল্টাবে। আর আমি যদি ভুল করে থাকি, তাহলে নিজেকে শুধরে নেব। সামনে আরও ভালো করার চেষ্টা করব। কিন্তু নানা মাধ্যমে যেভাবে সমালোচনা হচ্ছে, তা পুরোপুরি অযৌক্তিক মনে হচ্ছে। আমি এমন সমালোচনা মেনে নিতে পারি না।’

কথায় কথায় সিয়াম বলেন, ‘আমি ইতিবাচক একজন মানুষ। আমার মধ্যে সব সময় ইতিবাচক ভাবনা কাজ করে। চলচ্চিত্রে নাম লিখিয়েছি, মনপ্রাণ দিয়ে কাজ করার চেষ্টা করে যাচ্ছি।’

‘পোড়ামন টু’ ছবিতে আপনাকে কীভাবে দেখা যাবে? সিয়াম বলেন, ‘একজন আসল ভক্তের দৃষ্টি থেকে সালমান শাহকে দেখি। যে সব সময় সালমান শাহকে অনুসরণ করে। তাঁর সব ছবি দেখি। কিন্তু নিজের এলাকায় প্রেক্ষাগৃহ না থাকায় অন্য গ্রামে গিয়ে প্রিয় নায়কের ছবি দেখে আসি। পরে অন্যদের সেই ছবির ঘটনা শুনিয়ে আর অভিনয় করে দেখিয়ে বিনোদন দিই।’

কাল বৃহস্পতিবার ‘পোড়ামন ২’ ছবির ‘নাম্বার ওয়ান হিরো’ শিরোনামের গান জাজ মাল্টিমিডিয়ার ইউটিউবে প্রকাশ করা হবে। গানটি সালমান শাহকে নিয়েই লেখা। গানের কথা লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়, কণ্ঠ দিয়েছেন আকাশ। ‘পোড়ামন’ ছবির সিক্যুয়াল হিসেবে নির্মিত হয়েছে ‘পোড়ামন ২’। ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফি। জানা গেছে, আসছে ঈদে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com