লোকালয় ২৪

বড়াইগ্রামে ফাঁকা সড়কে ২ প্রাইভেটকারের সংঘর্ষে প্রাণ গেল শিশুর

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ  নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ফাঁকা সড়কে দুই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুর নাম আয়রা মণি (৪ মাস)। এ সময় আহত হয়েছেন পাঁচজন।

বুধবার ভোর সাড়ে ৫টার দিকে বনপাড়া-হাটিকুমরুল-ঢাকা মহাসড়কের রেজুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আয়রা মণি রাজশাহী জেলার বাঘা উপজেলার মণিপুর গ্রামের আতিকুর রহমান সুজনের মেয়ে। তার বাবা সুজন আকিজ গ্রুপের কর্মকর্তা।

আহতরা হলেন- নিহত শিশু আয়রা মণির বাবা আতিকুর রহমান সুজন (৩২), মা জান্নাতুল নাঈম মিতু (২৬), খালা সুরমা খাতুন (২৪), তাদের প্রাইভেটকারচালক আরিফুল ইসলাম এবং অপর প্রাইভেটকারচালক ইকবাল হোসেন (২৮)। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক আবদুল্লাহিল বাকি জানান, বুধবার ভোরে বাগাতিপাড়ায় শ্বশুরবাড়ি থেকে ঢাকায় কর্মস্থলে ফিরছিলেন আতিকুর রহমান সুজন। রেজুর মোড় এলাকায় তাদের ঢাকাগামী প্রাইভেটকারের (ঢাকা মেট্রো ৯ ১৭-২৭১৪) সঙ্গে ঢাকা থেকে ঈশ্বরদীগামী অপর প্রাইভেটকারের (ঢাকা মেট্রো গ ১২-৮২২৩) মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে শিশু আয়রা মণি ঘটনাস্থলেই মারা যায় এবং দুই চালকসহ পাঁচজন আহত হন।

বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার শিকার প্রাইভেটকার দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।