লোকালয় ২৪

ব্রেইন টিউমারের অস্ত্রোপচার শেষে দেশে ফিরেছেন ক্রিকেটার রুবেল

ব্রেইন টিউমারের অস্ত্রোপচার শেষে দেশে ফিরেছেন ক্রিকেটার রুবেল

ক্রীড়া প্রতিবেদক : গত ১৪ মার্চ ব্রেইন টিউমারের অস্ত্রোপচারের জন্য সিঙ্গাপুরে যান অভিজ্ঞ স্পিন অলরাউন্ডার মোশাররফ হোসেন রুবেল। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ১৯ মার্চ নিউরো সার্জন এলভিন হংয়ের তত্ত্বাবধানে সফল অস্ত্রোপচার হয় তার। চিকিৎসা শেষে আজ শনিবার সন্ধ্যায় দেশে ফিরেছেন রুবেল।

অবশ্য সুখবর নিয়েই তিনি ফিরেছেন। কারণ, তিনি ব্রেইন টিউমারে আক্রান্ত হলেও মস্তিষ্কে ক্যান্সারের জীবাণু নেই। তবে কেমো এবং রেডিও থেরাপির জন্য তাকে প্রতি মাসেই একবার করে সিঙ্গাপুরে যেতে হবে। ডাক্তাররা প্রয়োজন মনে না করলে থেরাপি এক সময় বন্ধ করে দেবেন। তবে এই সময়ের মধ্যে তিনি খেলতে পারবেন না।

উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ওয়ালটন সেন্ট্রাল জোনের হয়ে নিয়মিত খেলছেন মোশাররফ হোসেন রুবেল। দুবার ওয়ালটনকে বিসিএলের শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন তিনি।