লোকালয় ডেস্কঃ ব্যাংক অব ইংল্যান্ডে ভেনেজুয়েলার জমা রাখা সোনা নিকোলাস মাদুরো প্রশাসনকে না দিতে যুক্তরাজ্যের বিভিন্ন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদো।
ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে ও ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর মার্ক কার্নের কাছে লেখা গুইদোর এ সংক্রান্ত চিঠিগুলো রোববার তার দল প্রকাশও করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গত সপ্তাহে ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা গুইদো নিজেকে ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা দেয়ার পর থেকেই দক্ষিণ আমেরিকার তেলসমৃদ্ধ দেশটির রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পায়।
নেতৃস্থানীয় পশ্চিমা দেশগুলো ও ডানপন্থী সরকার পরিচালিত লাতিন আমেরিকার দেশগুলো ভেনেজুয়েলায় গণতন্ত্রকে ঝুঁকির মুখে ফেলার অভিযোগে মাদুরোর বিরুদ্ধে অনাস্থা জানায়। গুইদোকে দেশটির ‘বৈধ ভারপ্রাপ্ত’ নেতা হিসেবে স্বীকৃতি দেওয়া রাষ্ট্রের সংখ্যাও বাড়তে থাকে।
রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের আরোপ করা নিষেধাজ্ঞার কারণে জমা রাখা সোনা আটক রাখা হতে পারে এ শঙ্কায় মাদুরোর সরকার গত বছর থেকেই ব্যাংক অব ইংল্যান্ডের রিজার্ভ থেকে সোনা তুলে নেওয়ার চেষ্টা করছিল।
ডয়েচে ব্যাংকের সঙ্গে স্বর্ণ লেনদেনের একটি চুক্তি ভেনেজুয়েলার কেন্দ্রীয় ব্যাংক বাতিল করার পর দেশটির জমা রাখা স্বর্ণের মূল্যমান ১৩০ কোটি ডলারের কাছাকাছি দাঁড়ায় বলে গত সপ্তাহে বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছিল রয়টার্স।
টেরিজা মে ও মার্ক কার্নেকে লেখা চিঠিগুলোতে গুইদো ওই সোনা মাদুরোকে না দেওয়ার আহ্বান জানিয়েছেন।
মাদুরো সরকারের কর্মকর্তারা জমা রাখা সোনা বিক্রির পাঁয়তারা করছে এবং এজন্য ভেনেজুয়েলার কেন্দ্রীয় ব্যাংককে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন গুইদো।
“আমি আপনাদের কাছে এ অবৈধ লেনদেন বন্ধের অনুরোধ জানাচ্ছি। যদি অর্থ স্থানান্তরিত হয়, তবে তা অবৈধ ও দুর্নীতিবাজ মাদুরো প্রশাসন ভেনেজুয়েলার জনগণের ওপর দমনপীড়ন ও বর্বরতার কাজে ব্যবহার করবে,” বলেছেন ভেনেজুয়েলার এ স্বঘোষিত ‘অন্তর্বর্তী প্রেসিডেন্ট’।
ব্যাংক অব ইংল্যান্ড ও টেরিজার দপ্তর তাৎক্ষণিকভাবে এসব চিঠির বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। ভেনেজুয়েলার কেন্দ্রীয় ব্যাংকও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
গ্রাহকের গোপনীয়তার কথা বলে এর আগে ব্যাংক অব ইংল্যান্ডও ভেনেজুয়েলার সোনা বিষয়ক কোনো প্রশ্নের জবাব দেয়নি বলে রয়টার্স জানিয়েছে।
ব্যাংকটিতে জমা থাকা সোনার ওপর মাদুরো প্রশাসন নিয়ন্ত্রণ হারালে তা ভেনেজুয়েলার চলমান অর্থনৈতিক দৈন্যকে আরও খারাপ অবস্থার দিকে ঠেলে দিবে বলে আশঙ্কা পর্যবেক্ষকদের।
এর ফলে ভেনেজুয়েলার মুদ্রার সক্ষমতা আরও কমে আসবে; খাবার, ওষুধ, গাড়ির যন্ত্রাংশ ও বিভিন্ন ইলেকট্রনিক পণ্য কেনা কষ্টকর হয়ে পড়বে বলে জানিয়েছেন তারা।