সংবাদ শিরোনাম :
ব্রাজিল-আর্জেন্টিনা কখনো প্রীতি ম্যাচ খেলতে পারে না : তিতে

ব্রাজিল-আর্জেন্টিনা কখনো প্রীতি ম্যাচ খেলতে পারে না : তিতে

ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যবর্তী যেকোনো ম্যাচকেই প্রীতি ম্যাচ হিসেবে মানতে নারাজ ব্রাজিলীয় কোচ অ্যাডেনর লিওনার্দো বাচ্চি তিতে। আগামী মঙ্গলবার জেদ্দায় আর্জেন্টিনা ও ব্রাজিল মুখোমুখি হবে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে। ভক্তদের কাছে তো বটেই, কোচ তিতের কাছেও চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মাঠে নামার অর্থ অন্য কিছু।

ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা অনেক আগে থেকেই। পেলের উত্তরসূরিদের দখলে রয়েছে পাঁচবার বিশ্বচ্যাম্পিয়নের খেতাব, যেখানে ডিয়েগো ম্যারাডোনার উত্তরসূরিরা ১৪ বার কোপা আমেরিকা জিতে আঞ্চলিক আধিপত্যে এগিয়ে আছে। ব্রাজিল কোপা আমেরিকা জিতেছে আটবার। অন্যদিকে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে মাত্র দুবার। অবশ্য আর্জেন্টিনার পর সর্বোচ্চ কোপা জিতেছে উরুগুয়ে, ১৫ বার।

প্রতিটি আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচেই টানটান উত্তেজনা থাকে। কারণ, বিশ্বসেরা ফুটবলারদের অধিকাংশই যে এ দুই দেশের হয়ে মাঠে নামেন। নিজেদের তো বটেই, দেশকে শ্রেষ্ঠ প্রমাণ করার প্রশ্নেও আপসহীন মনোভাব নিয়ে মাঠে নামে দুই দল। ব্রাজিল দলের ম্যানেজার তিতের মতে, ‘আমরা কখনো আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলি না, এটা অস্তিত্বহীন। কৌশলগত এবং ব্যক্তিগত প্রতিযোগিতার বিষয়গুলো সব সময়ই সামনে চলে আসে। আর্জেন্টিনা তাদের সেরা খেলোয়াড়দের নিয়েই নামবে, আমরাও নামব।’

তবে নিজেদের খেলায় খুশি নন কোচ তিতে। রিয়াদে শেষ প্রীতি ম্যাচে ২-০ গোলে সৌদি আরবকে হারানোর পরও অতৃপ্তি জানিয়েছেন তিনি। তিতে বলেন, ‘শুরু থেকেই আমরা আশানুরূপ খেলতে পারিনি। কৌশলগত দিক থেকে আমাদের খেলা প্রত্যাশা অনুযায়ী হয়নি। আমরা যত খেলব, তত উন্নতি করব। আমাদের মনোযোগ এবং প্রতিদ্বন্দ্বিতা তত বাড়বে। তবে আমরা এই ম্যাচে (সৌদি আরবের বিপক্ষে) নিম্নমানের খেলা দেখিয়েছি। আমরা সাধারণভাবে সৌদি আরবের দ্রুত খেলোয়াড়দের থামিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তবে ব্রাজিলের খুব দ্রুত কোনো পরিবর্তন আসেনি। আমরা দলগত ভুলের চেয়ে ব্যক্তিগতভাবে অনেক বেশি ভুল করেছি।’

চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে অবশ্যই এমন ভুল দেখতে চাইবেন না অতৃপ্ত তিতে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com