লোকালয় ২৪

ব্যালন ডি’অর র‌্যাংকিং: রোনালদো ৬, নেইমার ১৬

সপ্তমবারের মতো ফুটবলের সবচেয়ে মর্যাদার পুরস্কার ব্যালন ডি’অর জিতলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার দিবাগত রাতে প্যারিসের আলো ঝলমলে থিয়েটার ডু চ্যাটেলেটের অডিটোরিয়ামে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে সপ্তম ব্যালন ডি’অর গ্রহণ করেন আর্জেন্টাইন অধিনায়ক।

ব্যালন ডি’অরের লড়াইয়ে মেসি পেছনে ফেলেছেন বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোস্কি ও চেলসির ইতালিয়ান তারকা জর্জিনহোকে। এবার এই লড়াইয়ে অনেক পিছিয়ে ছিলেন সময়ের আরেক অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

একনজরে ব্যালন ডি অর ২০২১ র‍্যাংকিং (সেরা ১০):

১) লিওনেল মেসি (আর্জেন্টিনা/বার্সেলোনা/প্যারিস সেইন্ট জার্মেই)
২) রবার্ট লেওয়ানডস্কি (পোল্যান্ড/বায়ার্ন মিউনিখ)
৩) জর্জিনহো (ইতালি/চেলসি)
৪) করিম বেনজেমা (ফ্রান্স/রিয়াল মাদ্রিদ)
৫) এনগলো কান্তে (ফ্রান্স/চেলসি)
৬) ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল/জুভেন্টাস/ম্যানচেস্টার ইউনাইটেড)
৭) মোহামেদ সালাহ (মিশন/লিভারপুল)
৮) কেভিন ডি ব্রুইন (বেলজিয়াম/ম্যানচেস্টার সিটি)
৯) কাইলিয়ান এমবাপে (ফ্রান্স/প্যারিস সেইন্ট জার্মেই)
১০) জিয়ানলুইজি ডনারুম্মা (ইতালি/এসি মিলান/প্যারিস সেইন্ট জার্মেই)

এছাড়া তারকা খেলোয়াড়দের মধ্যে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার ১৬তম, উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ ১৭তম, ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন ২৩তম এবং ২০১৮ সালের ব্যালন ডি অর জয়ী ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মদ্রিচ হয়েছেন যৌথভাবে ২৯তম।