ব্যাটে-বলে প্রমাণ করেও ম্যাচসেরা পুরষ্কার পাননি সাকিব!

ব্যাটে-বলে প্রমাণ করেও ম্যাচসেরা পুরষ্কার পাননি সাকিব!

ব্যাটে-বলে প্রমাণ করেও ম্যাচসেরা পুরষ্কার পাননি সাকিব!
ব্যাটে-বলে প্রমাণ করেও ম্যাচসেরা পুরষ্কার পাননি সাকিব!

খেলাধুলা ডেস্কঃ বিরাট কোহলিকে ফিরিয়েছেন। কেন উইলিয়ামসনের সঙ্গে গড়েছেন ম্যাচজয়ী জুটি। নিজে করেছেন ৩২ বলে ৩৫। তবুও ম্যাচসেরা নন তিনি।

বাঁ হাতি পেসার আবু হায়দার হতাশাটা আর লুকিয়ে রাখতে পারেননি। ঘটনাটা একবার নয়, এবারের আইপিলে এ নিয়ে দুবার ঘটেছে। বাংলাদেশের সব দর্শকের হয়েই যেন ফেসবুকে আবু হায়দার প্রশ্ন করেছেন, ‘আবারও! সাকিব ভাই গুরুত্বপূর্ণ ৩৫ রান করলেন, দুটি ভীষণ গুরুত্বপূর্ণ উইকেট নিলেন। তবুও কেন কোনো পুরস্কার পেলেন না? কেন তিনি ম্যান অব দ্য ম্যাচ নন!’

সাকিব আল হাসানের হাতে কাল ম্যাচসেরার পুরস্কার না দেখে হতাশ বাংলাদেশ দলের আরেক ক্রিকেটার মোসাদ্দেক হোসেনও, ‘কিছু বলার নেই, ভীষণ হতাশ।’ কাল রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদ জেতার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশি দর্শকদের হতাশার ছবিটাই বেশি দেখা গেছে। অথচ তাদের তো খুশিই হওয়ার কথা। ১৪৬ রান করেও যে ম্যাচটা জিতেছে সাকিবের হায়দরাবাদ।
৪৮ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর হায়দরাবাদ যখন ব্যাটিং বিপর্যয়ে, তখন অধিনায়ক কেন উইলিয়ামসনের সঙ্গে চতুর্থ উইকেটে সাকিব ৪৭ বলে ৬৪ রানের জুটি গড়লেন। মহামূল্যবান এক জুটি। এ জুটিটা না হলে ম্যাচের ফল হায়দরাবাদের পক্ষে আসা কঠিনই ছিল। উইলিয়ামসন ৫৬ করলেন, সাকিব ৩৫।
সাকিবের স্ট্রাইকরেট ১০৯.৩৭। দ্রুত ৩ উইকেট হারানোর ধাক্কা আর কঠিন উইকেটে সাকিবকে এগোতে হচ্ছিল সতর্কতার সঙ্গে। ব্যাট থেকে ছক্কা আসেনি, ৫টা বাউন্ডারি মেরেছেন। তবুও পরিস্থিতি বিবেচনায় সাকিবের ওই ৩৫ যেন আর বড় কিছুই।
শুধু ব্যাটিং নয়, কাল বোলিংয়েও দ্যুতি ছড়িয়েছেন সাকিব। একটু ব্যয়বহুল হলেও কাল বাংলাদেশ অলরাউন্ডার হায়দরাবাদকে এনে দিয়েছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেটটা। ৩৯ রান করা বেঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলিকে ফিরিয়ে দিয়েছেন ইউসুফ পাঠানের অসাধারণ ক্যাচ বানিয়ে! ৩৬ রানে ২ উইকেট, ব্যাট হাতে মূল্যবান ৩৫ রান—সাকিব তবুও ম্যান অব দ্য ম্যাচ নন।
বিসিবির প্রধান ম্যাচ রেফারি রকিবুল হাসান মনে করছেন, ম্যাচসেরার লড়াইয়ে সাকিব খুব ভালো প্রতিদ্বন্দ্বিতা করলেও কাল উইকেট ও পরিস্থিতি বিবেচনায় উইলিয়ামসনের ৫৬ রান বেশি গুরুত্বপূর্ণ ছিল। কিউই অধিনায়কের ম্যাচসেরা হওয়াটা তাই স্বাভাবিকই মনে করছেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক।
তবে রকিবুল মনে করেন, সাকিব অনায়াসে ম্যাচসেরা হতে পারতেন ১৪ এপ্রিল কলকাতার বিপক্ষে। সেদিনও চতুর্থ উইকেটে উইলিয়ামসনের সঙ্গে চতুর্থ উইকেটে ৫৯ রানের জুটি গড়েছিলেন। ২১ বলে করলেন ২৭, বল হাতে ২১ রানে ২ উইকেট। অথচ ম্যাচসেরা হলেন সাকিবের সমান ২ উইকেট নেওয়া বিলি স্ট্যানলেকে!
কীভাবে নির্বাচন হয় ম্যাচসেরার? আইপিএলে ম্যাচসেরা নির্বাচিত করার পদ্ধতিটাই বা কী? রকিবুল বললেন, ‘ম্যাচসেরা নির্বাচনে স্বতঃসিদ্ধ কোনো নিয়ম নেই। আমাদের প্রিমিয়ার লিগ, জাতীয় লিগ বা বিসিএলে ম্যাচ রেফারি নির্বাচিত করেন ম্যান অব দ্য ম্যাচ। আন্তর্জাতিক ম্যাচে বা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ধারাভাষ্যকারদের একটা প্যানেল থাকে। তারাই ভোটাভুটির মাধ্যমে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করে।’
আন্তর্জাতিক ক্রিকেটে ধারাভাষ্যকক্ষে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যাঁকে সবচেয়ে বেশি দেখা যায়, আতহার আলী খানও বেশ অবাক এবার আইপিএলে সাকিবের হাতে একবারও ম্যাচসেরার পুরস্কার না দেখে। আতহার বললেন, আন্তর্জাতিক ক্রিকেটে ধারাভাষ্যকারদের প্যানেল ম্যাচসেরা নির্বাচিত করলেও আইপিএলে নিয়মটা একটু ভিন্ন, ‘আইপিএলে ম্যাচসেরা নির্বাচিত করতে মাঠে উপস্থিত ধারাভাষ্যকারদের মধ্যে একজনকে দায়িত্ব দেওয়া হয়। এই দায়িত্বটা কারা দেয় ঠিক পরিষ্কার নয়। হতে পারে সম্প্রচার কর্তৃপক্ষের প্রযোজক, আইপিএল গভর্নিং কাউন্সিল কিংবা বিসিসিআই।’
সাকিব কেন ম্যাচসেরা নন, এ প্রশ্নের চেয়ে আতহারের আরও বড় প্রশ্ন, ‘আইপিএলে বাংলাদেশের শুধু দুজন কেন? তামিম, মুশফিক, মাহমুদউল্লাহর মতো খেলোয়াড়দের প্রতি তাদের কেন অনাগ্রহ, বলতে পারেন?’
এ প্রশ্ন তো সবারই—আইপিএলে বাংলাদেশের শুধু দুজন কেন?

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com