লোকালয় ২৪

বোনের জন্য নৌকায় ভোট চাইলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ

বোনের জন্য নৌকায় ভোট চাইলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ

স্টাফ করেসপন্ডেন্ট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সিমিন হোসেন রিমিকে নির্বাচিত করে মানবিক কাপাসিয়া গড়ে তোলার আহবান জানান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ।

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে বঙ্গতাজের আদর্শকে বুকে ধারণ করে সকল ভেদাভেদ ভুলে গিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি। তাই জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকের বিজয়ের লক্ষ্যে সকলের এক্যের উপর জোর দেন তিনি। রোববার বিকেলে উপজেলার পৃথক তিনটি উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

দুপুরে উপজেলা সদরে প্রয়াত খালেদ খোররমের বাড়ির আঙ্গিনায় স্থানীয় শ্রমিকলীগের নেতা কর্মীদের সঙ্গে মত বিনিময় কালে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ আব্দুল কবির মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামীলীগের প্রার্থী সিমিন হোসেন রিমি ।

এ সময় উপস্থিত ছিলেন রিমির বোন শারমিন আহমদ রিপি, মেহজাবিন আহমদ মিমি, সোহেল তাজের ছেলে ব্যারিস্টার তুরাজ তাজ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, সাবেক সভাপতি আজগর রশিদ খান, সদর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান প্রমূখ। বিকেলে দরদরিয়ায় সকল নেতাকর্মীদের সাথে নিয়ে এক কর্মী সভায় যোগ দেন। এ সময় সোহেল তাজ রিমিকে বিজয়ী করে কাপাসিয়ার উন্নয়নের গতিশীলতা বজায় রাখতে নিরলস পরিশ্রম করার আহবান জানান। পরে সন্ধ্যায় উপজেলার তরগাঁও পালকি কমিউনিটি সেন্টারে আওয়ামীলীগ ও এর সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সাথে তিনি মত বিনিময় করে আগামী নির্বাচনে নৌকার বিজয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ।