লোকালয় ২৪

বোকামির মাশুল!

বোকামির মাশুল!

লোকালয় ডেস্কঃ কথায় আছে, অতি চালাকের গলায় দড়ি। এবার চালাকি করতে গিয়ে এক চোরের জায়গা হলো জেলে।

মুখে সবুজ রং মেখে চুরি করেছিল চোর। ভেবেছিল কেউ তাকে চিনতে পারবে না। অথচ ওই সবুজ রঙের কারণেই পুলিশ তাকে খুব সহজেই আটক করতে পেরেছে।

ঘটনাটি ঘটেছে রাশিয়ার ক্রাসনোদার শহরে। ক্রাসনোদার সেন্ট্রাল রেল স্টেশনে এক নারী ট্রেনে ওঠার জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ তার হাত থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় এক যুবক। সঙ্গে সঙ্গে ওই নারী শহর পুলিশ কর্তৃপক্ষের কাছে চুরির অভিযোগ করেন। পুলিশ প্রত্যক্ষদর্শীদের কাছে বিবরণ জানতে চাইলে উপস্থিত সবাই বলেন ওই চোরের মুখে সবুজ রং লাগানো ছিল।

প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী পুলিশ খুব সহজেই চোরকে ধরে ফেলে। কারণ ওই চোর রং মেখে চুরি করলেও পরবর্তী সময়ে রং পরিষ্কার করেনি। এই বোকামির জন্য ধরা পড়ে যায় সে।