বেনাপোল প্রতিনিধি : জাতীয় মৎস্য চাষে পোনা উৎপাদনে সাফল্যের স্বীকৃতি স্বরুপ স্বর্ণ পদক পাওয়ায় আজ বৃহস্পতিবার বিকালে বেনাপোল বলফিল্ড মাঠে ৮৫ যশোর -১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিনকে গণসংর্বধনা দেয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন – জাতীয় সংসদের চীফ হুইপ অ স ম ফিরোজ এমপি। শার্শা উপজেলা ও বেনাপোল পৌর আওয়ামীলীগ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। ৩৪ টি সংগঠন সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের হাতে ক্রেস্ট তুলে দেন।
শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল হক মঞ্জুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান, আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন – সম্বর্ধিত আলহাজ্ব শেখ আফিল উদ্দিন এমপি ও জাতীয় সংসদ সদস্য এ্যাডঃ মনিরুল ইসলাম মনি।
বক্তব্য রাখেন – শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, বেনাপোল পৌর আওয়ামীলীগের সভাপতি এনামুল হক মুকুল, সাধারন সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন, নাভারন ডিগ্রী কলেজের অধ্যক্ষ আওয়ামীলীগ নেতা ইব্রাহিম খলিল, যুগ্ন সম্পাদক আবু সালেহ মিন্টুসহ শার্শা উপজেলার বিভিন্ন স্থান থেকে নির্বাচিত ২০ জন চেয়ারম্যানর।
এ সময় মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন পেশাজীবি সংগঠন, বেনাপোল নাগরিক কমিটিসহ শার্শা উপজেলা ও বেনাপোল পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগের নেতা কর্মিসহ শার্শার উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক হাজার নেতা কর্মী এ সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। পরে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।