লোকালয় ২৪

বেতন পেয়েই মদপান, মৃতের সংখ্যা বেড়ে ১৩৩

বেতন পেয়েই মদপান, মৃতের সংখ্যা বেড়ে ১৩৩

আন্তর্জাতিক ডেস্ক- ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বিষাক্ত মদপানের পৃথক দুই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৩ জনে। এছাড়া অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও অন্তত ৩০০ জন।

রবিবার (২৪ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইউএনবি।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, শুক্রবার ভারতের আসাম রাজ্যের গোলাঘাট ও জোড়হাটে এই মদ-বিষক্রিয়ায় মৃত্যুর ঘটনা ঘটে।রাজ্য সরকার এ ঘটনায় পৃথক দুইটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে।

পুলিশ জানায়, প্রথম ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে গুয়াহাটি থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে, গোলাঘাটের সালমোরা চা-বাগানে অন্যটি জোড়হাটের তিতাবরের প্রত্যন্ত গ্রামে। উভয় ঘটনায় হতাহতদের বেশিরভাগই চা-বাগানের শ্রমিক। বেতন পাওয়ার পর বৃহস্পতিবার তারা স্থানীয়ভাবে বানানো মদ পান করেন।

দেশটির স্থানীয় স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, মৃতদের মধ্যে জোড়রহাট মেডিকেল কলেজে ৪৩ জনের মৃত্যু হয়েছে। সেখানে ভর্তি রয়েছেন ২০০ জন। গোলাঘাট সিভিল হাসপাতালে মৃতের সংখ্যা ৫৯। ভর্তি রয়েছেন ৯৯জন। এ ছাড়াও তিতাবর মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন ৮ জন। যারা ভর্তি রয়েছেন তাদের অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক। পরিস্থিতি সামাল দিতে ডিব্রুগড় ও তেজপুর মেডিকেল কলেজ থেকে বাড়তি চিকিৎসকদের এই দুই জায়গায় নিয়ে আসা হয়েছে।