লোকালয় ২৪

বৃদ্ধকে বাঁচাল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ

অনলাইন ডেস্ক: সারাদেশে ছাত্রলীগ যেখানে নানা বিতর্কে জড়িয়ে আলোচনা, সমালোচনায় উঠে আসে সেখানে অসহায় এক বৃদ্ধের জীবন বাঁচিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা কর্মীরা।

ঘটনা বৃহস্পতিবারে সন্ধ্যার দিকের।

৭০ বয়সী এক বৃদ্ধ গাবতলী থেকে সদরঘাট আসার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। মুমূর্ষ অবস্থায় রাস্তায় ফেলে রেখে সর্বস্ব লুটে পালিয়ে যায় অজ্ঞান পার্টির লোকজন। বৃদ্ধ যখন জীবন মরণের মাঝামাঝিতে দাঁড়িয়ে পাঞ্জা লড়ছিলেন, কেউ তার পাশে না দাঁড়ালেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদিন রাসেলের নেতৃত্বে অন্যান্যরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

রাসেল বলেন, অজ্ঞান অবস্থায় বৃদ্ধ লোকটিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে পেয়ে ছাত্রলীগের কর্মীরা সাথে সাথে আমাকে খবর দেয়। আমরা দ্রুত তাকে মিডফোর্ট হাসপাতাল নিয়ে যাই।

জরুরি বিভাগে চিকিৎসা দেয়ার পর (চোখমুখ ওয়াস) করার পর জ্ঞান ফিরে আসে। এসময়টা ছাত্রলীগ তার পাশে ছিল। এরপর তার কাছ থেক নম্বর নিয়ে অসহায় বৃদ্ধের মেয়ের জামাই ও নাতনীর কাছে বুঝিয়ে দিয়েছি। অপরাধীদের ধরতে পুলিশকেও আমরা অনুরোধ করেছি।