বিনোদন ডেস্কঃ দীর্ঘদিনের প্রেমিক আনন্দ আহুজার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন সোনম কাপুর। আগামী ৮ এবং ১২ মে সুইজারল্যান্ডে জেনেভায় হবে তাদের বিয়ের সকল অনুষ্ঠান। কিছুদিন আগে এমনটাই তথ্য প্রকাশ করেছিলো ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।
এখন শোনা যাচ্ছে- সুইজারল্যান্ড নয়, মুম্বাইয়েই বিয়ের পরিকল্পনা করেছেন সোনম-আনন্দ। সম্প্রতি এমনটাই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া। তবে ভেন্যু সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
বোন রিয়া কাপুরের প্রযোজিত ‘ভীরে ডি ওয়েডিং’ ছবির কাজ করছেন সোনম। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন কারিনা কাপুর খান, সারা ভাস্কর, শিখা তালসানিয়াসহ প্রমুখ। আগামী ১ জুন মুক্তি পাবে ছবিটি।
Leave a Reply