এবার মনে হচ্ছে অনুষ্কা শর্মার পর বিয়ে করতে চলেছেন বলিউডের আরো এক অভিনেত্রী? বি টাউনে শুরু হয়েছে এমনই জোর গুঞ্জন।
জিনিউজ টোয়েন্টিফোরের খবর অনুযায়ী বি টাউনে এমনই জোর গুঞ্জন, ২০১৮ সালেই নাকি আনন্দ আহাজার সঙ্গে সাতপাক ঘুরবেন সোনাম কাপুর। সোনাম-আনন্দের বিয়ের জন্য ইতিমধ্যেই যোধপুরের একটি বিলাসবহুল হোটেলও বুক করা হয়েছে।
জানা যাচ্ছে, বলিউডের পাশাপাশি একাধিক হাই প্রোফাইল বিয়ের আসর বসে যোধপুরের ওই হোটেলেই। কাপুর এবং আহুজা পরিবার একযোগে যোধপুরের ওই হোটেল বুক করেছে বলেও জানা যাচ্ছে। যদিও, বিয়ে নিয়ে সোনাম কাপুর কিন্তু কোনো মন্তব্য করেননি। এমন কি আহুজা পরিবারের তরফেও করা হয়নি কোনো মন্তব্য।
এমনটাও শোনা যায় রণবীর সিং-এর সঙ্গে ব্রেকআপ হওয়ার পর ‘রিলেশনশিপ স্টেটাস’ নিয়ে কখনো মুখ খোলেননি অনিল কন্যা। কিন্তু, বেশ কয়েক বছর ধরেই আনন্দ আহুজার সঙ্গে একাধিক অনুষ্ঠানে দেখা যায় সোনাম কাপুরকে।
এমনকী, ‘নীরজা’ মুভির জন্য জাতীয় পুরস্কার নেওয়ার সময়ও সোনাম কাপুরের সঙ্গে ছিলেন আনন্দ আহুজা। সেখানে হাজির ছিলেন সোনাম কাপুরের বাবা অনিল কাপুরও।