লোকালয় ২৪

বিয়ের আসরে ছবি তোলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

বিয়ের আসরে ছবি তোলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

লোকালয় ডেস্কঃ নীলফামারীতে বিয়ে বাড়িতে ছবি তোলাকে কেন্দ্র করে বর-কনে পক্ষের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

শনিবার (৫ মে) দিনগত রাতে সদর উপজেলার সোনারায় ইউনিয়নের ছোট বেড়াকুঠি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে ছোট বেড়াকুঠি গ্রামের মনোয়ার হোসেনের মেয়ে ময়না আকতার রিনার সঙ্গে দিনাজপুর সদরের রামডুবির ফেরগাঁ গ্রামের মৃত খতিব উদ্দিনের ছেলে সাইফুল ইসলামের বিয়ের আয়োজন চলছিল।

এ সময় বিয়ের আসরে কনেপক্ষের একদল যুবকের সঙ্গে বরযাত্রীদের ছবি তোলা নিয়ে বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। পরে কনেপক্ষের লোকজন বরযাত্রী ও তাদের বহনকারী মাইক্রোবাস ও মোটরসাইকেল আটক করে।

পরে সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামালের উপস্থিতিতে গভীর রাতে বিয়ে বাতিল করে বরপক্ষ ১ লাখ ৬৫ হাজার টাকা ক্ষতিপূরণ দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।